সফর কাঁটছাট করে ফিরছেন মমতা, বুধবার সন্ধ্যায় পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য গীতশ্রীর

Spread the love

সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণের খবর শুনে নিজের উত্তরবঙ্গ সফরে কাটছাঁট করে কলকাতায় ফেরার সিদ্ধান্ত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সংবাদমাধ্যমে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বুধবার কোচবিহারে নিজের কাজ সেরে কলকাতায় ফিরবেন তিনি। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় ‘গীতশ্রী’র শেষকৃত্য সম্পন্ন হবে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ”আজ রাতে পিস ওয়ার্ল্ডে রাখা হবে দেহ। কাল ১২টা নাগাদ মরদেহ নিয়ে যাওয়া হবে রবীন্দ্র সদনে। বিকেল ৫টা পর্যন্ত সেখাানেই শায়িত থাকবে দেহ। সেখানেই শ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষ।”

৯০ বছর বয়সে প্রয়াত সন্ধ্যা মুখোপাধ্যায়। করোনায় আক্রান্ত হয়ে গত ২৭ জানুয়ারি থেকে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। দীর্ঘ ১৯ দিন ধরে চিকিৎসকরা তাঁকে সুস্থ করে তোলার জন্য চেষ্টা চালাচ্ছিলেন। আরোগ্য কামনা করছিলেন সংগীতপ্রেমীরা। কিন্তু, সকলের সমস্ত চেষ্টা ব্যর্থ করে শেষ পর্যন্ত জীবনাবসান হল ‘গীতশ্রী’র। মঙ্গলবার সকাল থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। সন্ধ্যায় তাঁর কার্ডিয়াক অ্যারেস্ট হয়। তৃণমূল সাংসদ শান্তনু সেন টুইট করে এই খবরটি জানান।

মঙ্গলবার অ্যাপোলো হাসপাতালের তরফে প্রকাশিত একটি মেডিক্যাল বুলেটিনে জানানো হয়, কিংবদন্তি শিল্পীর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। এদিন সকাল থেকেই তাঁর ব্লাড প্রেশার কমে গিয়েছে। আর সে কারণেই তাঁকে ভেসোপ্রেসার সাপোর্টে রাখা হয়েছে। তাঁর পেটের যন্ত্রনার সমস্যাও দেখা দিয়েছে। ফলে কোনও ঝুঁকি না নিয়ে ‘গীতশ্রী’কে ICU-তে নিয়ে যাওয়া হয়। খবর আসার পর থেকেই আশঙ্কায় ভুগছিল সংস্কৃতিমহল।

 করোনায় আক্রান্ত সঙ্গীতশিল্পীকে গত ২৬ জানুয়ারি প্রথমে SSKM হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তারপর তাঁকে অ্যাপোলো হাসপাতালে স্থানান্তরিত করা হয়। SSKM-এ প্রবীণ শিল্পীকে দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*