রাষ্ট্রপতি হিসেবে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী দ্রৌপদী মুর্মু। মন্তব্য তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর কথায়, আমরা কোনও বিভাজন চাই না। আমাদের সঙ্গেও অনেক আদিবাসী-দলিত রয়েছেন। দ্রৌপদী মুর্মুকে প্রার্থী করার কথা বিজেপি আগে আমাদের জানায়নি। বিষয়টি আগে জানালে আলোচনা করতাম। এখন আমরা, বিরোধীরা আলোচনা করে যশবন্ত সিনহা প্রার্থী ঘোষণা করেছি। অনেকটা পথ একসঙ্গে এগিয়ে গিয়েছি। এখন আমি একা কোনও সিদ্ধান্ত নিতে পারি না।
মমতা আরও বলেন, আমি চাই রাষ্ট্রপতি নির্বাচন শান্তিপূর্ণভাবে হোক। ১৬-১৭টি অবিজেপি দল সর্বসম্মতভাবে রাষ্ট্রপতি পদের জন্য প্রার্থী দিয়েছে। এর আগে এপিজে আবদুল কালামকে আমরা সমর্থন জানিয়েছিলাম। প্রার্থী নিয়ে এবার বিজেপি আগে থেকে কোনও আলোচনা করেনি। আগে জানানো হলে সর্বসম্মতভাবে প্রার্থী দেওয়া যেত। মহারাষ্ট্রের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির পর বিজেপির শক্তি বেড়েছে। সেই নিরিখে দ্রৌপদী মুর্মুর জয়ের সম্ভাবনাও বেশি।
একই সঙ্গে মমতা জানিয়েছেন, বিরোধীরা যা সিদ্ধান্ত নেবেন, আমি তার সঙ্গেই আছি। আমি একা কোনও সিদ্ধান্ত নিতে পারি না। মমতার এই মন্তব্যের পর কটাক্ষ করতে ছাড়েনি কংগ্রেস-বিজেপি। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, আগেও এ ভাবে পাল্টি খেয়েছেন মমতা। এটাই মমতার নীতি। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কটাক্ষ, হেরে যাবেন বুঝেই সরে এলেন মমতা।
Be the first to comment