গাইবে লোকাল, শুনবে গ্লোবাল’- সঙ্গীত উৎসবের ভাবনা মুখ্যমন্ত্রীর

Spread the love

হিমের পরশ আসতে না আসতেই শুরু হয়ে যায় উৎসবের পালা। তাতে নবতম সংযোজন আন্তর্জাতিক বাংলা সঙ্গীত উৎসব। নবান্ন সূত্রে খবর, ২০২২-এর শীতে রেড রোডে বসবে আন্তর্জাতিক সঙ্গীতের আসর।

বাংলার সঙ্গীতশিল্পীরা সুরের মায়াজাল বুনবেন দেশি-বিদেশি দর্শকদের সামনে। এমনই পরিকল্পনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। অনুষ্ঠানের থিম, ‘গাইবে লোকাল, শুনবে গ্লোবাল’।

করোনার কারণে গত দু’বছর ধরে রেড রোডে বন্ধ দুর্গাপুজোর কার্নিভাল। কিন্তু আশার খবর শোনাচ্ছে নবান্ন। সব কিছু ঠিকঠাক চললে আগামী শীতে বাংলার বুকে বসতে চলেছে আন্তর্জাতিক বাংলা সঙ্গীত উৎসব। আর তার জন্য বেছে নেওয়া হয়েছে রেড রোডকে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*