নিজের শাড়ির পাড়ের ডিজাইন তিনি অনেক সময় নিজেই করেন। একথা আগেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২১ ফেব্রুয়ারি ভাষা দিবসের অনুষ্ঠানেও নিজের ডিজাইন করা শাড়ি পরেই অনুষ্ঠানে যোগ দিলেন মমতা। সাদা খোলের শাড়িতে কালো দিয়ে অ লেখা পাড়। ভাষা দিবসের অনুষ্ঠানের জন্য একেবারে পারফেক্ট।
ঘটনার সূত্রপাত গত সোমবার বিধানসভায়। সেদিনই দলের বিধায়কদের সঙ্গে হালকা আলোচনায় মুখ্যমন্ত্রী জানিয়ে ছিলেন ভাষা দিবস আর সরস্বতী পুজোর জন্য স্পেশাল দুটো শাড়ি ডিজাইন করে রেখেছিলেন। ২১ ফেব্রুয়ারি ওটাই পরবেন। মঙ্গলবারই শিলিগুড়ি রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই কারণে, দেশপ্রিয় পার্কে ভাষা দিবসের অনুষ্ঠানে একটু আগেই পৌঁছে যান মমতা। পরনে স্বরবর্ণের প্রথম অক্ষয় লেখা পাড়ের শাড়ি। সাদা শাড়ির পাড়ে কালো সার দিয়ে লেখা ‘অ’। ওটাই ডিজাইন। ভাষা দিবসের মঞ্চে অতিথিদের যে উত্তরীয় দেওয়া হয়, সেটাই মুখ্যমন্ত্রী ডিজাইন করা বলে জানান মন্ত্রী ইন্দ্রনীল সেন।
এদিন ভাষা শহিদদের শ্রদ্ধা জানিয়ে নানা অনুষ্ঠান হয়। প্রথমে সমবেত উদ্বোধনী সঙ্গীত। তার পর গান ধরেন সুরজিৎ। রাজ্যের মন্ত্রী তথা গায়ক বাবুল সুপ্রিয় সঙ্গীত পরিবেশন। আরেক মন্ত্রী ইন্দ্রনীল সেনও গান শোনান।
Be the first to comment