শিলিগুড়ি পুরভোটের ফলাফল প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যে সেখানে হাজির মমতা বন্দ্যোপাধ্যায়। জনগণকে বিপুল সমর্থনের জন্য ধন্যবাদ জানান নেত্রী। একইসঙ্গে শিলিগুড়িবাসীর সামনে উন্নয়নের খতিয়ান তুলে ধরার সঙ্গে সঙ্গে জানান ভবিষ্যতের রূপরেখাও।
এদিনের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানান, শীঘ্রই শিলিগুড়ি থেকে দূরত্ব কমবে কলকাতার। শিলিগুড়ি গেটওয়ে হয়ে নেপাল, ভুটান পর্যন্ত রাস্তা তৈরি হয়েছে। আলিপুরদুয়ারেও তৈরি হয়েছে রাস্তা। এই রাস্তার কাজ সম্পূর্ণ হলে মাত্র ৬ ঘণ্টায় পৌঁছে যাওয়া যাবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
এদিন শিলিগুড়িতে জয় স্পষ্ট হতেই তিনি ঘোষণা করেন, বাম দুর্গ পতনের ‘নায়ক’ গৌতম দেবই শিলিগুড়ির পরবর্তী মেয়র । তিনি বলেন, গৌতম দেব অনেক সিনিয়র নেতা। তাই শিলিগুড়িতে তাঁকেই মেয়রের দায়িত্ব দেওয়া হবে। এদিন মঞ্চ থেকে নবনির্বাচিত মেয়রকে বিশেষ বার্তা নেত্রীর। তিনি বলেন, রাজারহাটের মতো ঝকঝকে হবে শিলিগুড়ি, আসানসোল, চন্দননগর। মেয়রকে বলব, ট্রাফিক ব্যবস্থার এমন উন্নয়ন হোক যেন রাস্তায় গাড়ি দাঁড়িয়ে না থাকে। মানুষের উপর করের বোঝা যেন না বাড়ে।
৪৭ আসনের এই পুরসভায় ৩৭টি আসনেই ফুটেছে জোড়াফুল। সবুজ ঝড়ে ধুয়েমুছে সাফ সব কাস্তে-হাত থেকে পদ্ম। দলের এমন সাফল্যে উচ্ছ্বসিত হলেও আত্মতুষ্টিতে ভুগতে নারাজ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই জয়ের পুরো কৃতিত্বই মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন সাধারণ মানুষকে। তিনি বলেন, এই জয় মানুষকে উৎসর্গ করছি। যত জিতব, তত নম্র হতে হবে। চার পুরসভায় জয়ের জন্য মানুষের কাছে কৃতজ্ঞ। আগামীদিনে এখনও ১০৬ পুরসভার নির্বাচন বাকি রয়েছে। একইসঙ্গে তাঁর সংযোজন, উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আমরা আরও উদ্দমের সঙ্গে কাজ করব। মা-মাটি-মানুষকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই।
ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন উপলক্ষে এদিন শিলিগুড়িতে তারই মূর্তিতে মাল্যদান করেন মুখ্যমন্ত্রী। এর আগেই পঞ্চানন বর্মার জন্মদিন উপলক্ষে রাজ্য সরকারের তরফে ইতিমধ্যেই এই দিনটিতে সরকারি ছুটির দিন হিসেবে ঘোষণা করা হয়েছে।
Be the first to comment