দলত্যাগীরা তৃণমূলে ফিরতে চাইলে তাঁদের স্বাগত। সোমবার কালীঘাটের বাড়ি থেকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনটাই জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। দু’শোর বেশি আসন পেয়ে আবারও ক্ষমতায় তৃণমূল কংগ্রেস। রাজ্যজুড়ে কার্যত সবুজ ঝড় বয়ে গিয়েছে।
তবে ভোটের আগে রাজ্য ও জেলাস্তরের অনেক নেতাই তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছেন। গেরুয়া শিবির তাঁদের প্রার্থীও করেছিল কিন্তু তাঁদের সিংহভাগই নির্বাচনে জিততে পারেননি। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছিল, যাঁরা পরাজিত হয়েছেন, তাঁদের রাজনৈতিক ভবিষ্যৎ কী? তাঁরা যদি তৃণমূলে ফিরতে চান, তবে মমতা বন্দ্যোপাধ্যায় কী করবেন? আজ কালীঘাটে দলের সুপ্রিমোকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আসুক না, আসলে স্বাগত।”
যদিও তৃণমূল ছেড়ে যাঁরা বিজেপিতে এসেছেন, তাঁরা আদৌ পুনরায় রাজ্যের শাসক শিবিরে ফিরতে চাইবেন কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। তাঁর কথায়, যে অপমান সহ্য করে তৃণমূল ছেড়ে বেরিয়ে এসেছিলেন অনেকে, তাঁরা হয়ত আর ফিরতে চাইবেন না সেখানে।
Be the first to comment