বোমার আঘাতে জখম মন্ত্রীকে দেখতে এসএসকেএম গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর শারীরিক অবস্থা নিয়েও খোঁজ নেন তিনি। বুধবার রাতে মুর্শিদাবাদের নিমতিতা স্টেশনের মধ্যে শ্রম দফতরের প্রতিমন্ত্রী জাকির হোসেনকে লক্ষ্য করে বোমা ছোঁড়ে দুষ্কৃতীরা। ঘটনায় মন্ত্রী ছাড়াও জখম হয়েছেন বেশ কয়েকজন। মন্ত্রীকে জঙ্গিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে তাঁকে এসএমকেএমে আনা হয়। কলকাতায় যাওয়ার জন্য ট্রেন ধরতে স্টেশনে গিয়েছিলেন তিনি।
এদিন হাসপাতাল থেকে বেরিয়ে তিনি বলেন,’জাকির এখনও অপারেশন থিয়েটারে আছে। আরও ২৬ জন মত জখম হয়েছে। বিষয়টা খুবই ভয়াবহ। যা শুনলাম, রিমোর্টে ব্লাস্ট করা হয়েছে। প্রাথমিকভাবে শুনে আমার যা মনে হচ্ছে, এটা পরিকল্পনা করে করা হয়েছে। রেলের জায়গায় এই ঘটনা, অনেক বড় ষড়যন্ত্র। রেল দায় এড়াতে পারে না।’ জখমদের চিকিৎসার পাশাপাশি ক্ষতিপূরণের ঘোষণাও করেন তিনি।
Be the first to comment