‘শিল্পায়নের অনৈতিক লেনদেনের অভিযোগ পেলেই কঠোর শাস্তি’, শিল্প বৈঠকে কড়া বার্তা মমতার

Spread the love

রোজদিন ডেক্স: বিশ্ববাণিজ্য সম্মেলনের পর প্রথম নবান্নে শিল্প সমন্বয় বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার এই বৈঠক থেকে শিল্পোন্নয়নের গতি বাড়ানো নিয়ে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। মমতা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ‘শিল্পায়নের পথে কোনও ধরনের দেরি সহ্য করা হবে না। ফাইল অনুমোদনে অনৈতিক লেনদেনের অভিযোগ পেলেই মিলবে কঠোর শাস্তি।’
বলা বাহুল্য, বিশ্ববাণিজ্য সম্মেলনে এবার অনেক শিল্পী বিনিয়োগ করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। তাই রাজ্য জুড়ে স্টেট লেভেল সিনার্জি কমিটি তৈরির কথা এদিন বললেন মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন,’ এই কমিটি প্রতি চার সপ্তাহ অন্তর বৈঠক করবে। আর সেখানে শিল্পায়ন সংক্রান্ত ফাইল আটকে থাকার সমস্যা সমাধান নিয়ে আলোচনা হবে।’
অন্যদিকে এদিন অনেক ক্ষেত্রেই শিল্পপতিদের কাছ থেকে সরকারি অনুমোদনের নামে ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে। আর তাতেই কার্যত প্রশ্নের মুখে পড়তে হয় শীর্ষ আধিকারিকদের। তাই এবার ঘুষ নেওয়া নিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন মমতা। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ‘আমি অনেক শুনেছি টাকা ছাড়াও এক পয়সার কাজও এগোয় না। কেউ টাকা চাইলে সরাসরি অভিযোগ করুন। সরকারি কাজে টাকা চাওয়া অপরাধ। তাই প্রশাসনিক স্তরে কড়া নজরদারি করা হবে।’
অন্যদিকে, সোমবার নবান্নের শিল্প সমন্বয় বৈঠক থেকে দলের শ্রমিক সংগঠনের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সাফ কথা, “ট্রেড ইউনিয়ন গুলোকে বলবো অযথা বাড়াবাড়ি করবেন না। দরকারি কিছু বিষয় হলে সরাসরি কথা বলে বিষয়টা মেটানোর চেষ্টা করতে হবে”। মুখ্যমন্ত্রী এও বলেন, “কার‌ও ব্যক্তিগত চাহিদার জন্য কিছু করা যাবে না। স্থানীয় কোনও নেতা যদি টাকা চান তাহলে প্রশাসনকে জানালেই হবে। প্রশাসন ব্যবস্থা নেবে”।
এরপরই, শ্রম মন্ত্রী মলয় ঘটকের উদ্দেশ্যে মমতা বলেন, “দুর্গাপুরের আইএনটিটিইউসির সভাপতি চেঞ্জ করতে বলেছি। হলদিয়াতেও আইএনটিটিইউসি চেঞ্জ করতে হবে। আরও কয়েকটা জায়গায় চেঞ্জ করব। যেখানে যেখানে দরকার আছে”।
উল্লেখ্য, শুধু শ্রমিক সংগঠনগুলিকেই নয়, প্রশাসনকেও বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। সচিব বিবেক কুমারের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, “আপনি তো জানেন টাকা না খেয়ে নিচ থেকে ফাইল ওপরে আসে না। ওটা বন্ধ করতে হবে। টাকা টাকে ফাঁকা করতে হবে”। এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “কমিশন তৈরি আছে কিন্তু আমরা অ্যাকশন নিই না। অ্যাকশন নিতে হবে। অনেক বলা হয়েছে। এবার আর বলা নয়, এবার অ্যাকশন হবে”।
এককথায় বলা যায়, বিশ্ববাণিজ্য সম্মেলনের পর রাজ্যের মুখ্যসচিবের নেতৃত্বে গঠিত কমিটির সঙ্গে প্রথম শিল্প সমন্বয় বৈঠক থেকে দলের নেতৃত্ব থেকে প্রশাসনের উচ্চ আধিকারিকদের একসাথে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*