পদত্যাগ পত্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে কী লিখলেন শুভেন্দু?

Spread the love

কয়েক মাস ধরে চলা টানাপোড়েনে ইতি পড়লো ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পদত্যাগপত্র পাঠিয়ে দিলেন মন্ত্রী শুভেন্দু অধিকারী ৷ একই সঙ্গে পদত্যাগপত্রের কপি ই-মেলের মাধ্যমে রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে পাঠিয়ে দিয়েছেন শুভেন্দু ৷

পদত্যাগপত্রে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ করে শুভেন্দু লিখেছেন, আমি মন্ত্রীত্ব পদ থেকে ইস্তফা দিচ্ছি ৷ আমার ইস্তফা যেন দ্রুত গ্রহণ করা হয় ৷ একই সঙ্গে পদত্যাগপত্রে শুভেন্দু লিখেছেন, রাজ্যের মানুষকে সেবা করার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ ৷ আমি যথাসাধ্যভাবে সেই দায়িত্ব পূরণের চেষ্টা করেছি ৷ শুভেন্দু অধিকারীর এই পদত্যাগ গ্রহণ করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড় ৷ সংবিধান মেনেই তিনি ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন রাজ্যপাল ৷

এ দিন সকালেই সরকারি জেড ক্যাটাগরির নিরাপত্তা ছেড়ে দেন শুভেন্দু ৷ পাশাপাশি হলদিয়া ডেভেলপমেন্ট অথোরিটির চেয়ারম্যানের পদও তিনি ছেড়ে দিয়েছেন বলে খবর ৷ 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*