সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বিরুদ্ধে অভিযোগের ঘটনায় উদ্বেগপ্রকাশ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার টুইটারে তিনি লেখেন, আমরা অত্যন্ত উদ্বিগ্ন। ৪ বিচারপতির কাছ থেকে সুপ্রিম কোর্ট সম্পর্কে যেসব বিবৃতি শুনলাম, দেশের নাগরিক হিসেবে এটা আমাদের কাছে সত্যিই ভয়ের বিষয়। পাশাপাশি আরও একটি টুইট করে মুখ্যমন্ত্রী জানান, বিচারব্যবস্থা ও সংবাদমাধ্যম গণতন্ত্রের স্তম্ভ। বিচারব্যবস্থায় কেন্দ্রীয় সরকারের চূড়ান্ত হস্তক্ষেপ বিপজ্জনক।
প্রসঙ্গত, শনিবার সাংবাদিক বৈঠক করে শীর্ষ আদালতের প্রশাসনিক কাজকর্ম নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন ৪ বিচারপতি । তাদের অভিযোগ, সুপ্রিমকোর্টের প্রশাসন ঠিকঠাক চলছে না। গত কয়েক মাস ধরে অনেক কিছুই ঘটছে যা অবাঞ্ছিত। গণতন্ত্র আজ বিপন্ন। মূলত মামলা বন্টন নিয়ে চার বিচারপতি ক্ষোভে ফেটে পড়েছেন। এ প্রসঙ্গে সরাসরি প্রধান বিচারপতি দীপক মিশ্রকে ব্যর্থ বলেই অভিহিত করেছেন তারা। এদিন বিচারপতি জে চেলামেশ্বর নিজের বাড়িতেই ডাকেন সাংবাদিক বৈঠক ৷ তাঁর সঙ্গেই সাংবাদিক বৈঠকে হাজির ছিলেন বিচারপতি কুরিয়েন জোসেফ, বিচারপতি রঞ্জন গগৈ ও বিচারপতি মদন লকুর ৷
Be the first to comment