আগামী দু’মাসের মধ্যে শূন্য পদে শিক্ষক নিয়োগের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নবান্ন সভাঘর থেকে একথা ঘোষণা করেন তিনি৷ ইতিমধ্যেই ২০ হাজার যুবক-যুবতী টেট পাশ করেছে। শূন্যপদ ১৬,৫০০। ডিসেম্বর ও জানুয়ারিতে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এবং নতুন করে টেট হবে বলেও জানান তিনি।
আজ নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রী বলেন,”প্রাথমিক শিক্ষক নিয়োগ করতে চলেছে সরকার। ২০ হাজার ছাত্রছাত্রী টেট পাশ করেছেন। টেট পরীক্ষার পর ইন্টারভিউ হয়। এখন ১৬,৫০০ শূন্যপদ পূরণ করতে হবে। পাশ করেছে প্রায় ২০ হাজার।” আগামী দু’মাসের মধ্যে এই নিয়োগপ্রক্রিয়া শুরু হয়ে যাবে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি আরোও বলেন,”সিদ্ধান্ত নিয়েছি, ডিসেম্বর-জানুয়ারির মধ্যে ওই পদগুলিতে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে।”
Be the first to comment