অনুব্রতর গ্রেফতারির আশঙ্কা প্রকাশ মমতার

Spread the love

গত কয়েকদিনে বগটুই-কাণ্ডে বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের নাম সরাসরি জড়িয়ে গিয়েছে। সিবিআই ঘটনার তদন্তভার নেওয়ার পর থেকে অনুব্রত-র ওপর চাপ বেড়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। আর এবার অনুব্রত-র গ্রেফতারির আশঙ্কা প্রকাশ করলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রীর দাবি, বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল যে রিপোর্ট বগটুই থেকে গিয়ে পেশ করেছে, তাতে রয়েছে তাঁর দলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের নাম। মমতার দাবি, এ ভাবে অনুব্রত-র নাম সামনে এনে আদতে তাঁকে গ্রেফতার করার পরিকল্পনা করছে বিরোধী শিবির। পাশাপাশি সিবিআই তদন্ত চলাকালীন বিজেপির এই তদন্ত নিয়ে ক্ষোভ প্রকাশও করেছেন মমতা।

মমতার উত্তরবঙ্গ সফরের চতুর্থ দিন, বুধবার মহাকাল মন্দিরে পুজো দিয়ে গিয়েছিলেন তিনি। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই বিজেপি তদন্ত রিপোর্ট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

হত্যাকাণ্ডের পর বগটুই-তে গিয়েছিল বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। বুধবার দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কাছে রিপোর্ট জমা দেয় সেই প্রতিনিধি দল। আর এ দিনই উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, তদন্ত ছাড়া কী ভাবে আমার জেলা সভাপতির নাম দেওয়া হল। তার মানে ওরা গ্রেফতার করতে চায়! আসলে ওরা সবাইকে গ্রেফতার করতে চায়। দলের সব কর্মী, তাদের পরিবারকে গ্রেফতার করতে চায়। শুধু বিজেপি থাকবে আর জিনিসপত্রের দাম বাড়াবে।

পদ্ম শিবিরের রিপোর্ট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মমতা। তিনি বলেন, ‘সিবিআই তদন্ত যখন চলছে, তখন এই সব রিপোর্ট তদন্তকে দুর্বল করে দেবে। রিপোর্ট ব্যবহার করা হবে রাজনৈতিক স্বার্থে। এ ভাবে আসলে ক্ষমতার অপব্যবহার করা হচ্ছে। এর ফলে তদন্তকে ভুল পথে চালিত করা হবে। মানুষের আত্মবিশ্বাস কমে যাবে।

মমতার দাবি, রাজ্য সরকার তদন্তে সবরকমের সহযোগিতা করেছে। উল্লেখ্য, স্বজনহারা পরিবারের সদস্যরা সরাসরি অনুব্রত মণ্ডলের নাম নিয়েছেন। আর মমতার দাবি, বিজেপির রিপোর্টে রয়েছে অনুব্রত-র নাম। তবে বিজেপি এখনও কোনও পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ্যে আনেনি। বুধবারই প্রতিনিধিরা রিপোর্ট জমা দিয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*