বিখ্যাত টাইম ম্যাগাজিনে বিশ্বের সবথেকে ১০০ জন প্রভাবশালীর তালিকায় জায়গা পেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে তালিকায় আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার (এসআইআই) সিইও আদর পুনাওয়ালা।
জানা গিয়েছে, তালিকায় ১৭ নম্বরে রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। তাঁর কিছুটা আগে ১২ নম্বরে রয়েছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম। মোদীর ঠিক একধাপ আগেই রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মোট ছ’টি ক্যাটেগরিতে এই তালিকাটি ভাগ করা হয়।
মমতা বন্দ্যোপাধ্যায়ের বিষয়ে টাইম ম্যাগাজিনের বিররণে লেখা হয়েছে, ‘ভারতীয় জনতা পার্টির (বিজেপি) অর্থ এবং লোকবল সত্ত্বেও ২ মে আপাতদৃষ্টিতে অপরাজেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিস্তারাবাদী উচ্চাকাঙ্খার বিরুদ্ধে উনি (মমতা) দুর্গের মতো দাঁড়িয়েছিলেন, যখন তিনি পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জিতে মুখ্যমন্ত্রী হন।’
সাংবাদিক বরখা দত্তের লেখা সেই বিবরণে আরও বলা হয়েছে, ‘মমতার বিষয়ে বলা হয় যে উনি নিজের দল তৃণমূল কংগ্রেসকে নেতৃত্ব দেন না। তিনিই হলেন দল। পুরুষতান্ত্রিক সংস্কৃতির মধ্যে তাঁর স্ট্রিট-ফাইটার মনোভার এবং নিজের হাতে গড়া জীবনই তাঁকে আলাদা করে তুলেছে।’
এর আগে আন্তর্জাতিক সম্মান পেয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রী প্রকল্প। এবার খোদ ‘অগ্নিকন্যা’ জায়গা করে নিলেন টাইম ম্যাগাজিনের সেরা ১০০ প্রভাবশালীদের তালিকায়।
Be the first to comment