অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে লন্ডন যাচ্ছেন মমতা

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- লন্ডনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে লন্ডনে যাচ্ছেন তিনি। আগামী ২১ মার্চ দুবাই হয়ে লন্ডনে যাবেন মমতা। সূত্রের খবর, এবারের বিদেশ সফরেও শিল্প নিয়ে হতে পারে বৈঠক।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে সাড়া দিয়ে আগামী ২১ মার্চ লন্ডন সফরে যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুবাই হয়ে লন্ডনে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে নবান্ন সূত্রে খবর। শিল্প নিয়েও সেখানে হতে পারে বৈঠক। আগামী ২৯ মার্চ কলকাতায় ফিরে আসার কথা রয়েছে তাঁর। এই আমন্ত্রণের কথা ২০২৪ সালেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্বের অন্যতম প্রথিতযশা শিক্ষা প্রতিষ্ঠান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন বাংলার মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত, ২০২০ সালে অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ দেওয়ার কথা ছিল। কিন্তু সেবার শেষ মুহূর্তে অক্সফোর্ড কর্তৃপক্ষের পক্ষ থেকে ইমেল করে জানিয়ে দেওয়া হয়েছিল যে, আপাতত স্থগিত রাখা হচ্ছে ওই অনুষ্ঠান।এমন ঘটনা শেষ মুহূর্তে ঘটে যাওয়ায় ক্ষুব্ধ হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে আমন্ত্রণ আবার এসেছে। সেখানে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছে তা একপ্রকার চূড়ান্ত বলে নবান্ন সূত্রে খবর। অক্সফোর্ড ইউনির্ভার্সিটি অ্যালুমনি অ্যাসোসিয়েশন সূত্রে খবর, দেশের খুব কম রাজ্যের প্রধানরাই এই বিশেষ সম্মান পেয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*