১০কোটি পরিষেবা প্রদান করে মাইলফলক ছুঁল ‘বাংলা সহায়তা কেন্দ্র’: টুইট গর্বিত মুখ্যমন্ত্রীর

Spread the love

বাংলার বিভিন্ন প্রকল্পে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছে রাজ্য সরকার। এবার, বাংলা সহায়তা কেন্দ্রের পরিষেবা ১০ কোটি পৌঁছেছে। টুইট করে সেই কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানান,
“আমি অত্যন্ত গর্বের সাথে ঘোষণা করছি যে বাংলা সহায়তা কেন্দ্র (http://bsk.wb.gov.in) পশ্চিমবঙ্গের জনগণকে ১০কোটিরও বেশি পরিষেবা প্রদান করে একটি অসাধারণ মাইলফলক অর্জন করেছে। তৃণমূল স্তরে
জনগণকে বিনামূল্যে সরকারি পরিষেবা প্রদানের জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। পশ্চিমবঙ্গের মানুষ এবং BSK-এর টিমকে অভিনন্দন জানাই!
আমি কামনা করি, বিএসকে নিরলসভাবে জনগণের সেবা করে যাবে।“

বাংলা সহায়তা কেন্দ্র সারা দেশের মধ্যে অন্যান্য। এর মাধ্যমে উপকৃত হচ্ছেন বাংলার মানুষ। এই নিয়ে এবার গর্বিত মুখ্যমন্ত্রী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*