উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের লোকসভা আসনে উপনির্বাচনে বড় ধাক্কার মুখে পড়লো বিজেপি। পাশাপাশি, উত্তরপ্রদেশের বিজেপি সভাপতি তথা সে রাজ্যের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্যের কেন্দ্রেও মুখ থুবড়ে পড়েছে পদ্ম শিবির। আর এদিন অখিলেশ যাদব ও মায়াবতীতে আগাম শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় এক টুইটে লেখেন, মায়াবতীজি ও অখিলেশ যাদবজি-কে শুভেচ্ছা। শেষের শুরু আরম্ভ হয়েছে।
অন্যদিকে আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবকেও শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে লেখেন, আরারিয়া ও জেহানাবাদ বিধানসভা কেন্দ্রে জয়ের জন্য শুভেচ্ছা।
মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীর গড়ে হানা দিয়ে চরম সাফল্য পেয়েছে মায়াবতী-অফিলেশ জুটি। বিরোধীদের ধূলিস্যাৎ করে দিয়ে এক বছর আগের উত্তরপ্রদেশে ক্ষমতায় এসেছিল বিজেপি। সেই উত্তর প্রদেশেই এবার দুটি লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে গোহারা হেরে গেলো শাসক দল বিজেপি। উল্লেখ্য, বুধবার গণনা খানিকটা এগোনোর পর জয়ের ইঙ্গিত স্পষ্ট হতেই উত্সব শুরু করে দেন বসপা ও সপা কর্মীরা।
প্রসঙ্গত, ২০১৭ সালে যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হওয়ার পর গোরক্ষপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পদ থেকে ইস্তফা দেন ৫ বারের সাংসদ যোগী আদিত্যনাথ। উপ-মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে কেশব প্রসাদ মৌর্যও পদত্যাগ করেন ফুলপুর লোকসভা কেন্দ্র থেকে। আর এবার মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর ছেড়ে যাওয়া দুই কেন্দ্রেই ধরাশায়ী বিজেপি।
Be the first to comment