উত্তরবঙ্গে মিছিলের আগেই BJP-র বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে লিখলেন, ‘BJP মানুষকে লুঠ করছে। প্রতিনিয়ত রান্নার গ্যাসের দাম বাড়ছে। সবচেয়ে বেশি আঘাত নেমে এসেছে মহিলাদের উপর।’ ক্ষুব্ধ মমতার বক্তব্য, ‘সাধারণ মানুষের উপর থেকে করের বোঝা ও গ্যাসের মূল্য কমানোর বিষয়ে কেন্দ্রের কোনও প্রচেষ্টাই নেই।
গত কয়েকদিনে ক্রমশ বেড়েছে জ্বালানি পণ্যের দাম। যা আম-জনতার হেঁশেল আগুন ধরিয়েছে। কপালে চিন্তার ভাঁজ ফেলেছে রান্নার গ্যাসের ঊর্ধ্বমুখী দামও। ভোটের মুখে এই মূল্যবৃদ্ধিকেই ইস্যু করে পথে নামছে তৃণমূল। রবিবার দার্জিলিং ম্যাল থেকে ভেনাস মোড় পর্যন্ত একটি মহামিছিলে অংশগ্রহণ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে থাকবে দলের মহিলা ব্রিগেড। থাকবেন চন্দ্রিমা ভট্টাচার্য, মিমি চক্রবর্তী, কাকলি ঘোষ দস্তিদাররা।
Be the first to comment