এবার বাংলায় মায়েদের টিকাকরণে জোর মমতা বন্দ্যোপাধ্যায়ের

Spread the love

করোনার দ্বিতীয় ঢেউ সামলে ঘুরে দাঁড়াচ্ছে বাংলা। রাজ্যে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে বলে জানালেন মুখ্যসচিব। অন্যদিকে, করোনার তৃতীয় ঢেউয়ে শিশুরা আক্রান্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আর তাই আগেভাগেই এবার রাজ্যে মায়েদের টিকাকরণে জোর দেওয়া হচ্ছে। ১২ বছর বয়সী শিশুদের মায়েদের টিকাকরণে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। জুলাইয়ের মধ্যে শিশুদের জন্য ১৩০০ আইসিইউয়ের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন মমতা। সুপার স্প্রেডারদের টিকাকরণে জোর দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

রাজ্যে ২ কোটি টিকা দেওয়া হয়েছে। মমতা বলেন, ‘টিকায় খুব ভালো কাজ করছি। জুলাই মাসের মধ্যে ৭০ লাখ ভ্যাকসিন দেব। ৩৩ লাখ সুপার স্প্রেডারকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। দৈনিক চার লাখ টিকাকরণ আমাদের লক্ষ্য। আমরা ৩ কোটি টিকা চেয়েছিলাম’। কোভ্যাক্সিনকে যাতে সারা পৃথিবীতে অফিসিয়াল করা হয়, সে ব্যাপারে কেন্দ্রের কাছে আর্জি রাখেন মমতা। এদিন মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্র পর্যাপ্ত ভ্যাকসিন দিচ্ছে না। কেন্দ্রের ব্যর্থতার জন্যই সংক্রমণ বেশি হয়েছে। ভোটের সময় সংক্রমণ বৃদ্ধির প্রসঙ্গও উত্থাপন করেন মমতা।

অন্যদিকে, উপনির্বাচন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমরা চাইব দ্রুত উপনির্বাচন করা হোক। প্রচারের জন্য সাতদিন সময় দিলেই হবে’। এদিন মুখ্যসচিব জানান, ‘করোনার দ্বিতীয় ঢেউ অনেকটাই নিয়ন্ত্রণে । অনেক জেলায় একশোর নীচে নেমেছে কেস। ২৫০টি মাইক্রো কনটেনমেন্ট জোন তৈরি করা হয়েছে। তৃতীয় ঢেউ নিয়ে বৈঠক হয়েছে’।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*