
রোজদিন ডেস্ক, কলকাতা:- নেতাজি ইন্ডোরে তৃণমূলের সাংগঠনিক কর্মিসভার বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানিয়ে নিজের বক্তব্য শুরু করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানান তিনি। বসিরহাটের ঘটনাকে কেন্দ্র করে বাংলাকে কলুষিত করার চেষ্টা করা হয়েছিল, যা ব্যর্থ করেছেন সাধারণ মানুষ, জানান তিনি। এ দিনের মঞ্চ থেকে বিজেপিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তোপ দাগেন। তিনি বলেন, ‘এখনও গরিব মানুষের টাকা বন্ধ রেখেছে।’ এদিন তিনি আরও বলেন, ‘বিজেপি ১৮ থেকে ১২ তে নেমে গেলেও শিক্ষা হয়নি‘।
নিজেদের রেকর্ড ভাঙাই লক্ষ্য? এদিন সাংগঠনিক সভা থেকে ২১৫টির বেশি আসন টার্গেট স্পষ্ট বুঝিয়ে দিলেন তিনি।
এ দিনের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বাজারে রটানো হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে। আমার গলা কেটে দিলে কাটা গলা থেকেও মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বেরোবে। আমি বেইমান নই। বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে নতুন দল আসছে। বিজেপির হাতে কল্কে আর তামাক খেয়ে কিছু সংবাদ মাধ্যম এবং দু’চারটে সাংবাদিক এই কাজ করছে। এ গুলো বিশ্বাস করবেন না।’
চার্জশিট বিতর্কেও এ দিন মুখ খোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘কাল খবরে দেখানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সিবিআই চার্জশিট দিয়েছে। ২৮ পাতার চার্জশিট। ২ জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নামটা লিখেছে। এই অভিষেক বন্দ্যোপাধ্যায় কে, তিনি সাংসদ না বিধায়ক, কোথায় থাকেন, কী করেন, তার কোনও উল্লেখ নেই। বিজেপি যেমন ভাববাচ্যে কথা বলত, ইডি, সিবিআই ভাববাচ্যে কথা বলছে। এই ভয়টা দেখে ভালো লেগেছে।’
Be the first to comment