অক্সফোর্ডে নিজের জীবনের লড়াইয়ের কথা দিয়ে বক্তৃতা শুরু করলেন মমতা

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- বিশ্বের দরবারে বাংলার গৌরব উঠে এসেছে বিভিন্ন সময়ে। এবার বিশ্ববিখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বাংলার গৌরব, বাংলার সংস্কৃতি, বাংলার উন্নয়ন পরিসংখ্যান দিয়ে তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজ ক্যাম্পাসে নিজের জীবনের লড়াইয়ের কথা দিয়ে বক্তৃতা শুরু করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বক্তব্য রাখতে উঠতেই তুমুল করতালির দিয়ে স্বাগত জানানো হয়। বক্তৃতার প্রথম দিকেই তিনি জানান, কীভাবে মাত্র ৯ বছর বয়সে বাবাকে হারানোর মধ্যে দিয়ে তাঁর লড়াইয়ের শুরু। তিনি দাবি করেন যে, তিনি গরিব ছাত্রদের পাশে দাঁড়িয়েছেন, তাঁদের স্কলারশিপের ব্যবস্থা করেছেন। কলকাতাকে চাকরির গন্তব্য বলে জানান মুখ্যমন্ত্রী। এরপর তিনি ‘সামাজিক উন্নয়ন- বালিকা, শিশু এবং নারীর ক্ষমতায়ন’ বিষয়ে একাধিক পরিসংখ্যান তুলে ধরেন। এদিন তাঁর বক্তব্যে সহজ-সরল শব্দে বুঝিয়ে দিলেন ভাঙা সহজ, জোড়া কঠিন! তাঁর কথায়, ”ভাগাভাগি করা সহজ, ঐক্য ধরে রাখা কঠিন।”
এদিন অক্সফোর্ডে মমতার ভাষণে উঠে আসে বাংলার সম্প্রীতি-ঐক্যের পরিবেশের কথা। শ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানিয়ে, তাঁদের শিক্ষার কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ”বাংলার মাটি বৈচিত্র্যের মধ্যে ঐক্যের মাটি। এখানে ভিনরাজ্যের বাসিন্দারা এসে থাকেন, এটাই তাঁদের ঘর হয়ে গিয়েছে। বিভিন্ন ভাষায় তাঁরা কথা বলেন। কেউ বলেন, জল, কেউ ওয়াটার, কেউ আবার পানি। আমি বলি, আমরা ছাত্র, কৃষক, শ্রমিক – কারও মধ্যে কোনও ভাগ করি না। জাতি-ধর্ম নির্বিশেষে সকলের জন্য কাজ করে আমাদের সরকার। আমি নিজেকে শুধু মানুষ বলতেই ভালোবাসি। একটা কথা জানবেন, ভাগাভাগি করা সহজ, কিন্তু একতা ধরে রাখাটা কঠিন। বলা হয়, ডিভাইড ওই ফল। এটাই আসল কথা।” মমতার বক্তব্যে উঠে আসে বাংলার ঐক্যের কথাও। তিনি বলেন, ”মানবিকতা ছাড়া পৃথিবী চলে না।” এভাবেই বিলেতের মাটিতে বাংলার ঐক্যের আবহ তুলে ধরার সুযোগ এতটুকুও নষ্ট করলেন না বাংলার মুখ্যমন্ত্রী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*