বিরোধিতা নয়, করোনা রুখতে মমতার পাশেই থাকছেন সূর্য-বিমানবাবুরা

Spread the love

রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে মঙ্গলবার বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, মনোজ ভট্টাচার্য-সহ বামফ্রন্ট নেতৃত্ব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন। মমতার হাতে স্মারকলিপিও তুলে দেন তাঁরা। নবান্নে বিকেল সাড়ে ৩টেয় বাম নেতাদের সময় দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। নির্ধারিত সময়েই হয়েছে বৈঠক। ওই বৈঠক প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেন, ‘বামফ্রন্টের নেতৃত্ব এসেছিলেন। ওঁরা ওদের কথা বলেছেন। ভালো কথা হয়েছে। আমি সহযোগিতা করতে বলেছি। ওঁরাও সহযোগিতা করবেন বলেছেন।’

অপরদিকে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুও বলেন, ‘আমরা রণংদেহী হয়ে ওখানে যাইনি। শোকাহত হয়ে বেরিয়ে আসিনি। এই পরিবেশে যেমন আলোচনা হওয়ার কথা তেমনই হয়েছে।’ তবে সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে চাল বিলি নিয়ে বামফ্রন্টের নেতৃত্বের কিছুটা বাকবিতণ্ডা হয়েছে। জাভেদ খান-সহ বিভিন্ন তৃণমূল নেতারা লকডাউন না মেনে লোক জড়ো করছে বলে অভিযোগ করেন বাম নেতারা‌। একাধিক ক্ষেত্রে মুখ্যসচিব রাজীব সিনহাকে নোট নিয়ে পদক্ষেপও নিতে বলেছেন মুখ্যমন্ত্রী। প্রায় পৌনে দুই ঘণ্টা ওই বৈঠক হয়।

তবে, যথেষ্ট করোনা টেস্ট হচ্ছে না বলে সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র অভিযোগ তুললে তার বিরোধিতা করেন মুখ্যমন্ত্রী। তবে, বিমান বসু এদিনের বৈঠকে মাস্ক পরে না যাওয়ায় মুখ্যমন্ত্রী বলেন, ‘এ কী আপনি মাস্ক পরেননি।’ বিমান বসু বলেন, ‘বুড়ো হয়ে গেছি। আমার মতো বুড়োর আর মাস্ক!’ এই কথা শুনে মমতা বলেন, ‘আপনার মতো প্রবীণদের তো বেশি করে মাস্ক পরা প্রয়োজন।’ বেগতিক দেখে সূর্যকান্ত মিশ্র মুখ্যমন্ত্রীকে বলেন, ‘ঠিকই বলেছেন। আমি বুঝিয়ে মাস্ক পরতে বলব।’ মমতার এ কথা শুনে এক গাল হাসি দেন বিমান বসু। মমতা তাতেও সন্তুষ্ট নন। বলেন, “আপনি খুব সাবধানে থাকুন। কোনও অসুবিধা হলে আমাকে জানাবেন।” রাজনীতিতে কনিষ্ঠ মমতাকে একটু আবেগঘন গলায় বিমানের উত্তর, ‘তুমিও অনেক ছোটাছুটি করছো। তোমাকেও সাবধানে থাকতে হবে।’

কয়েক দিন আগেই রাজ্য বামফ্রন্টের বৈঠকে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে তাঁর হাতে স্মারকলিপি তুলে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়। করোনা মোকাবিলা ও লকডাউন পরিস্থিতিতে সঙ্কট সামাল দিতে সর্বদলীয় বৈঠকে যে সব বিষয় নিয়ে আলোচনা হয়েছিল, তার অনেক কিছুরই এখনও বাস্তবায়ন হয়নি বলে বাম নেতৃত্ব মনে করেছিলেন। তাঁদের দাবি, রাজ্যে যথেষ্ট টেস্ট হচ্ছে না এবং ত্রাণ বিলি ঠিকঠাক হচ্ছে না। এই সব বিষয় নিয়ে তাঁদের বক্তব্য জানাতে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেওয়া হয় বামফ্রন্টের বৈঠকে। সেই মতো বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু চিঠি লেখেন মুখ্যমন্ত্রীকে।

তারই পরিপ্রেক্ষিতে সোমবার নবান্ন থেকে আলিমুদ্দিন স্ট্রিটকে সাক্ষাতের সময় জানানো হয়। করোনাভাইরাসের সংক্রমণের মোকাবিলা নিয়ে বামেরা ইতিমধ্যেই স্মারকলিপি তৈরি করেছিলেন। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ওই স্মারকলিপি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেন।

রাজ্যে রাজনৈতিক পালা বদলের পর বিমানেরই নেতৃত্বে বাম নেতারা রাজনৈতিক হানাহানি নিয়ে কথা বলতে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। যদিও সেই বৈঠকে ফিশ ফ্রাই খাওয়া নিয়ে ঘরেবাইরে সমালোচনার মুখে পড়েছিলেন বাম নেতারা। সেই বিতর্কর পর রাজ্য বামফ্রন্ট নেতৃত্ব এ যাবৎ আর নবান্নমুখো হননি। করোনা পরিস্থিতি নিয়ে মমতার সর্বদলীয় বৈঠকের পর বর্তমান অবস্থা পর্যালোচনা করে বামেরা ফের মমতার সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নেন। সেই বৈঠকই হল আজ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*