“লন্ডনের হাইড পার্কে হাঁটার সময় ঠান্ডায় মুখ্যমন্ত্রীর ঠোঁট শুকিয়ে যাচ্ছিল। তখনই মুখ্যমন্ত্রীর মনে পড়লো বোরোলিনের কথা। তিনি বোরোলিনের নাম উচ্চারণ মাত্রই গুগল সার্চ শুরু করে দিলেন শিল্পপতিরা। তখনই আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো পকেট থেকে বোরোলিনের একটা টিউব বের করলেন এক সাংবাদিক। তা থেকেই একটু তুলে ঠোঁটে বুলিয়ে দিলেন মুখ্যমন্ত্রী”। লেখাটি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে লিখেছেন বিশিষ্ট সাংবাদিক তাপস প্রামাণিক।
দি শিশু বিকাশ প্রকাশনী থেকে তাপসের এই বই প্রকাশিত হলো শনিবার ১৭ অক্টোবর কলকাতা প্রেস ক্লাবে। বইটির নাম চেনা-অচেনা মমতা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের তাত্ত্বিক নেতা নির্বেদ রায়, প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস সুর, সম্পাদক কিংশুক প্রামানিক, লেখক তাপস প্রামাণিক এবং প্রকাশক অরুণ হাজরা।
দর্শক আসনে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যাক্তি। তাপস প্রমাণিক এদিন বই সম্পর্কে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়কে একজন রাজনৈতিক ব্যক্তি বা মুখ্যমন্ত্রী হিসাবে আজ সারা বিশ্বের লোক জানেন। তাঁর সেই দিকটা যতোটা না এই বইতে তুলে ধরেছি, তার থেকেও বেশি লিখতে চেষ্টা করেছি রক্ত মাংসের মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে। সাংবাদিক হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেশে বিদেশে ট্যুরের সুবাদে তাঁকে যতটুকু জেনেছি, দেখেছি বা বুঝেছি তাই পাঠকদের জন্য তুলে ধরতে চেষ্টা করেছি।
উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা তাপসের উদ্যোগকে সাধুবাদ জানান। বিশেষ করে এই করোনা পরিস্থিতিতে তাপস সাংবাদিকতার পাশাপাশি যে একটি বইও লিখে ফেললেন, সেইজন্য তাঁর প্রয়াসকে প্রশংসা করেন সকলেই।
Be the first to comment