গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বুদ্ধদেব ভট্টাচার্য, দেখতে গেলেন রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী

Spread the love

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বুদ্ধদেব ভট্টাচার্য ৷ আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে ৷ আপাতত আইটিইউ-এর ৫১৬ নম্বর বেডে রাখা হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ৷ জানা গিয়েছে, তাঁর রক্তচাপ অত্যন্ত কমে গেছে ৷ তাঁকে দেখতে হাসপাতালে যান সস্ত্রীক রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিসে ভুগছেন তিনি ৷ ক্রমশ শুকিয়ে যাচ্ছে তাঁর চোখ ৷ বাড়ির বাইরে বেরোনো বন্ধ । ২৮ অগাস্ট তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তখন তাঁর একটি ছবি সামনে আসে ৷ আজ দুপুর থেকে তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। এরপর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় ৷

এদিকে হাসপাতাল থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আগের থেকে কিছুটা ভালো আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। শারীরিক অবস্থারও উন্নতি হয়েছে। একই সঙ্গে তিনি আরও জানিয়েছেন যে, যখন তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখন রক্তচাপ অনেকটাই নীচে নেমে যায়। তখন একটু দুশ্চিন্তার কারণ ছিল। এরপর তাঁর অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়ও। টুইট করে তিনি জানিয়েছেন, “উডল্যান্ডসের আইসিসিইউতে ভর্তি আছেন বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর শ্বাসের সমস্যা হয়েছিল। এখন তিনি কিছুটা ভালো, আমার সঙ্গে কথা বলতে পেরেছেন। ডাক্তারদের সঙ্গেও কথা বলেছি। যা যা করণীয় তাঁরা করছেন”।

https://twitter.com/jdhankhar1/status/1170028893006254080

প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই ভালো নেই তিনি। তাঁর অসুস্থতার খবর প্রকাশ্যে এসেছে বারবার। তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভর্তি করা হল উডল্যান্ড নার্সিংহোমে। শুক্রবার বিকেলে তাঁকে নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, এদিন হঠাৎই তাঁর শ্বাসকষ্ট শুরু হয় বাড়িতেই। বাড়িতে তাঁর চিকিৎসার সব ব্যবস্থা থাকলেও চিকিৎসকেরা তাঁকে নার্সিংহোমে ভর্তি করাই শ্রেয় বলে মনে করেন। যদিও তিনি হাসপাতালে যেতে চাইছিলেন না। কিন্তু তাঁর শরীর এতটাই খারাপ হয় যে চিকিৎসকেরা ঝুঁকি নিতে চাননি। তাই তাঁকে নার্সিং হোমে নিয়ে যাওয়া হয়।

তাঁর চিকিৎসার জন্য সোমনাথ মাইতি, কৌশিক চক্রবর্তী, ফুয়াদ হালিম সহ পাঁচ চিকিৎসকের বিশেষজ্ঞ দল গঠিত হয়েছে ৷ পরে হাসপাতালের তরফে জানানো হয়, আগের থেকে শারীরিক অবস্থার উন্নতি হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ৷ তবে, তাঁর রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কম রয়েছে ৷ শরীরে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের অনুপাতেও কিছু সমস্যা রয়েছে ৷ আগামীকাল সকালে ফের মেডিকেল বুলেটিন প্রকাশিত হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

বুদ্ধদেববাবুর ভর্তির খবর পেয়ে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ চিকিৎসার জন্য সবরকম ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন তিনি ৷ বুদ্ধদেবাবুকে দেখতে হাসপাতালে যান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য ৷ যান CPI(M) নেতা সূর্যকান্ত মিশ্র, রবীন দেবরাও ৷ পরে টুইট করেন CPI(M) নেতা মহম্মদ সেলিম ৷ তিনি লেখেন, অযথা দুশ্চিন্তার কারণ নেই । তাঁর শারীরিক অবস্থা ডাক্তারদের তত্বাবধানে উন্নতির দিকে । সূর্যদা সহ আমরা হাসপাতালে আছি । প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার কথা শুনে প্রতিক্রিয়া দেন কংগ্রেস নেতা অধীর চৌধুরি ৷ তিনি বলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী অসুস্থ শুনে খুব খারাপ লাগছে ৷ তাঁর দ্রুত আরোগ্য কামনা করি ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*