কেন্দ্রীয় সরকারের বাজেটকে ‘লক্ষ্যহীন’ বলে মন্তব্য করেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বাজেট পেশের পর তিনি টুইট করে বলেন, এই বাজেটের জেরে বাড়বে জিনিসপত্রের দাম। একইসঙ্গে মমতা কটাক্ষ করে বলেন, এটাই নির্বাচনের পুরস্কার। এদিন টুইটারে মমতা বন্দ্যোপাধ্যায় আরও লেখেন, এই বাজেট পুরোপুরি দিশাহীন। বেলাইন বাজেট। পেট্রোল ও ডিজেলে শুধু আমদানি সেসই নয়, শুল্কও চাপানো হয়েছে। এর জেরে প্রতি লিটারে পেট্রোলের দাম বাড়বে ২.৫০ টাকা। প্রতি লিটারে ডিজেলের দাম বাড়বে ২.৩০ টাকা।
আর পেট্রোল-ডিজেলের দাম বাড়ায় পরিবহণ খরচ বাড়বে। সব দৈনন্দিন জিনিসের দাম বাড়বে। চরম ভোগান্তির শিকার হবেন সাধারণ মানুষ।
Be the first to comment