বাংলায় সব বেসরকারি বাস-মিনিবাসকে রাস্তায় নামাতে বিশেষ পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাস-মিনিবাস পিছু তিন মাসে ১৫ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানালেন মমতা। এজন্য সরকারের খরচ হবে ২৭ কোটি টাকা। তবে এখনই বাস ভাড়া বাড়ানো হবে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বলেছেন, ”কলকাতায় আরও ৫০০ সরকারি বাস নামবে ১ জুলাই থেকে। মোট ৬ হাজার বেসরকারি বাস রয়েছে। চলছে আড়াই হাজার। আমরা মনে করি, ভাড়া বাড়ানো ঠিক হবে না এখন। আমি অনুরোধ করব যেন, সব বাস রাস্তায় নামানো হয়। ওদের অসুবিধা বুঝতে পারছি। কেন্দ্র সব দাম বাড়াচ্ছে, আর রাজ্যকে দোষারোপ করা হচ্ছে”।
এরপর মমতা ঘোষণা করেন, ”বাস-মিনিবাস যাতে চালানো যায়, সেজন্য ১ জুলাই থেকে ৬ হাজার বেসরকারি বাস-মিনিবাস পিছু তিনমাস ১৫ হাজার টাকা করে দেওয়া হবে। এবার থেকে স্বাস্থ্যসাথী প্রকল্পে অন্তর্ভুক্ত করা হচ্ছে চালক-কন্ডাক্টরদের”।
অন্যদিকে, এদিন মমতা বন্দোপাধ্যায় কেন্দ্রকে দুষে বলেন, ”করোনা সংক্রমণ বাড়ছে, এদিকে, অনেক বিমান আসছে, কোনওরকম প্রোটোকল মানা হচ্ছে না। বিদেশ থেকে বিমান চলাচল বন্ধ করুন। মাসে একবার চললে সেটা ঠিক আছে। মুখ্যসচিব কেন্দ্রকে এ ব্যাপারে চিঠি দেবে। যেখানে করোনা সংক্রমণ বেশি, সেখান থেকে ঘরোয়া বিমান আসা বন্ধ করা হোক জুলাই পর্যন্ত”।
এদিকে, করোনায় লকডাউনে বাংলায় নাইট কার্ফুর সময় বদল করা হল। এবার থেকে রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত বাংলায় নাইট কার্ফু থাকবে, জানিয়েছেন মমতা।
Be the first to comment