রাজ্যের নয়া পঞ্চায়েতমন্ত্রী হচ্ছেন পুলক রায়। মঙ্গলবার এমনটাই জানা গিয়েছে নবান্ন সূত্রে। সদ্যই প্রয়াত হয়েছেন পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। এবার তাঁর দফতরের দায়িত্ব দেওয়া হচ্ছে পুলক রায়কে। জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের পাশাপাশি তিনি এই দায়িত্বও সামলাবেন।
রদবদল করা হল রাজ্যের মন্ত্রিসভায়। অর্থমন্ত্রী হিসেবে ইতিমধ্যেই মেয়াদ শেষ হচ্ছে অমিত মিত্রের। এই দফতরের দায়িত্ব খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই এবার সামলাবেন বলে জানা গিয়েছে। এই দফতরের প্রতিমন্ত্রী করা হচ্ছে চন্দ্রিমা ভট্টাচার্য। এছাড়াও পঞ্চায়েত দফতরের প্রতিমন্ত্রী হচ্ছেন বেচারাম মান্না। নতুন ক্রেতা সুরক্ষা দফতরের দায়িত্ব দেওয়া হচ্ছে মানস ভুঁইয়াকে। অন্যদিকে নবীন প্রকাশ ও বীরেন্দ্র তথ্য কমিশনার হলেন। এছাড়া শিল্প পুনর্গঠনের দায়িত্ব পাচ্ছেন রাজ্যের আর এক হেভিওয়েট মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজাকে বাড়তি স্বনির্ভর গোষ্ঠীর দায়িত্ব দেওয়া হয়েছে ৷
তবে চন্দ্রিমা, মানস ও পুলককে দেওয়া এই বাড়তি দায়িত্ব সাময়িক কিনা তা অবশ্য পরিষ্কার হয়নি ৷
Be the first to comment