নন্দীগ্রাম থেকেই লড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ভবানীপুর শোভনদেব চট্টোপাধ্যায়কে ছাড়লেন তৃণমূল নেত্রী; দেখুন সরাসরি!

Spread the love

তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ।

কালিঘাট থেকে সরাসরি…

https://fb.watch/41GhQSI5qN/

মমতার বক্তব্যের কিছু অংশ!

  • ‘৯১ টি আসনের প্রার্থী ঘোষণা করছি। কার্শিয়াং, দার্জিলিং এবং কালিম্পঙে আমাদের বন্ধুরা কাজ করবেন।’
  • ‘এবার ভোটে তৃণমূলের মহিলা প্রার্থী ৫০ জন, মুসলিম প্রার্থী ৪২ জন। তফসিলি জাতি প্রার্থী ৭৯ জন, তফসিলি উপজাতি প্রার্থী ১৭ জন।’
  • ‘মানুষ যা পছন্দ করেন, সবটা আমরা করতে পারি না তো। আমরা এবার বিধান পরিষদ তৈরি করবে। সেখানে আমাদের যে সব বিদায়ী বিধায়ক এবার তালিকা থেকে বাদ পড়লেন তাঁদের সদস্য করে নিয়ে আসব।’
  • ‘আমি নন্দীগ্রাম থেকে লড়ছি। যা প্রতিশ্রুতি দিয়েছি তা করব। ভবানীপুরে দাঁড়াচ্ছি না। ভবানীপুরে দাঁড়াচ্ছেন শোভনবদেব চট্টোপাধ্যায়। ওটা আমার হাতের মুঠোর আসন।’
  • ‘প্রচুর চিকিৎসক, অধ্যাপক আমাদের হয়ে দাঁড়াচ্ছেন। বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে টিকিট দেওয়া হয়েছে।’
  • ‘এবারের নির্বাচন খুব গুরুত্বপূর্ণ। মা-মাটি-মানুষের প্রতি আস্থা রাখার আবেদন করব। তৃণমূল কংগ্রেসই একমাত্র বাংলাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। এক নম্বরে রাজ্যকে তুলে নিয়ে যেতে পারব। আমফান, করোনাভাইরাসে ভালো কাজ হয়েছে। দু’এক জায়গায় সমস্যা হয়েছে। সেগুলো নিয়ে চেঁচামেচি হয়েছে। কিন্তু দেখেছেন আমি সব ঠিক করে দিয়েছি।’

নন্দীগ্রামের প্রার্থী তিনিইঃ মমতা

২৯১টি আসনে প্রার্থী দেবে তৃণমূল কংগ্রেস : মমতা

পাহাড়ের তিনটি আসনে তৃণমূল প্রার্থী দেবে না, সেখানে বন্ধুরা লড়াই করবে : মমতা

এবারের ভোটে ৫০টি আসনে মহিলা প্রার্থী : মমতা

একসঙ্গে কাজ করা অনেককেই প্রার্থী করা যাচ্ছে না

বিধান পরিষদে অমিত মিত্র, পূর্ণেন্দু বসু

তৃণমূল কংগ্রেসের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা!

ভবানীপুরে প্রার্থী হবেন শোভনদেব চট্টোপাধ্যায়

দমদম উত্তর-চন্দ্রিমা ভট্টাচার্য

রাসবিহারি কেন্দ্রে প্রার্থী দেবাশিস কুমার

ব্যারাকপুর কেন্দ্রে রাজ চক্রবর্তী

উত্তরপাড়া কেন্দ্রে কাঞ্চন মল্লিক

রাজারহাট কেন্দ্রে অদিতি মুন্সী

শিবপুর কেন্দ্রে মনোজ তিওয়ারি

উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রে বিদেশ বসু

কামারহাটি কেন্দ্রে মদন মিত্র

ঝাড়গ্রাম কেন্দ্রে বীরবাহা হাঁসদা

ডেবরা কেন্দ্রে হুমায়ুন কবীর

বেলগাছিয়ায় অতীন ঘোষ

সোনারপুর দক্ষিণ লাভলি মৈত্র

কৃষ্ণনগর উত্তরে কৌশানি

চন্ডীপুর কেন্দ্রে সোহম

আসানসোল দক্ষিণ কেন্দ্রে সায়নী

মন্তেশ্বর কেন্দ্রে সিদ্দিকুল্লা চৌধুরি

দিনহাটা উদয়ন গুহ

আলিপুরদুয়ার সৌরভ চক্রবর্তী

বেহালা পশ্চিম- পার্থ চট্টোপাধ্যায়

জোড়াসাঁকো-বিবেক গুপ্ত

বাঁকুড়া-সায়ন্তিকা

বেহালা পূর্ব-রত্না চট্টোপাধ্যায়

রাণাঘাট-শঙ্কর সিং

পাণিহাটি-নির্মল ঘোষ

সিঙ্গুর- বেচারাম মান্না

পাণ্ডুয়ায় রত্না দে নাগ

মানিকতলা সাধান পাণ্ডে

দমদম ব্রাত্য বসু

যাদবপুর- দেবব্রত মজুমদার

বিধাননগর- সুজিত বসু

মেটিয়াবরুজ- খলিলুর রহমান

শিলিগুড়ি ওমপ্রকাশ মিশ্র

মুর্শিদাবাদ- ইদ্রিশ আলি

ক্যানিং পূর্ব- শওকত মোল্লা

এন্টালি- স্বর্ণকমল সাহা

ইংরেজবাজার- কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী

মেমারি- মধুসূদন ভট্টাচার্য

স্বরূপনগর- হিনা মণ্ডল

আরামবাগ- সুজাতা মণ্ডল

সবং মানস ভুঁইয়া

রামনগর অখিল গিরি

চন্দননগর ইন্দ্রনীল সেন

সিঙ্গুর বেচারাম মান্না

হাওড়া মধ্য অরূপ রায়

বালি রাণা চট্টোপাধ্যায়

ভাঙড় মহম্মদ রেজাউল করিম

কাকদ্বীপ মন্টুরাম পাখিরা

মেদিনীপুর সদর জুন মালিয়া

শ্যামপুকুর শশী পাঁজা

এন্টালি স্বর্ণকমল সাহা

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*