পুজো কমিটিগুলিকে আয়কর দফতরের নোটিশেরর বিরুদ্ধে সরব রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। যদিও মঙ্গলবার অর্থমন্ত্রক ও CBDT ( Central Board of Direct Taxes) এর তরফ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে এই ধরনের কোনও নোটিশই কোনও পুজো কমিটিতে পাঠানো হয়নি। তবে অর্থমন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে ২০১৮ সালে ৩০ টি পুজো কমিটির কাছে আয়কর নোটিশ পাঠানো হয়েছিলো। ঠিকাদারী সংস্থা ও ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাগুলির কাছে টিডিস নোটিস দেওয়া হয়েছিল শুধুমাত্র আয়কর রিটার্নের বিষয়টি সুনিশ্চিত করার জন্য।
আর এবার সেই প্রেস বিবৃতির পাল্টা জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ফেসবুকে লেখেন, আয়কর দফতর গত বছর পুজো কমিটিগুলিকে নোটিশ দিয়ে বলেছিল, ঢাকি, পুরোহিত, গ্রামের যে ছোট কারিগররা প্যান্ডেল তৈরি করেন, তাঁদের থেকে টিডিএসের মাধ্যমে কর নিতে হবে। এদিন টিডিএস-কে মমতা ‘টেরিবল ডিজাস্টার স্কিম’ বলে আখ্যা দেন। তিনি বলেন এতে তাঁদের ওপরে বিরাট বোঝা চাপবে।
মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, একথার কোনও মানে হয় না। এবছর যে পুজো হবে, তার জন্য পরের বছর নোটিশ পাঠানো হবে। প্রত্যক্ষ কর দফতরের নোটিশেই প্রমাণ হয়, কর বসানো হয়েছে। তাহলে আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে কেন?
তিনি আরও লেখেন আমাদের সংস্কৃতি এবং আমাদের দুর্গাপুজোর ওপরে আক্রমণ চালানো হচ্ছে। জেনে বা না জেনে যে কাজ করা হচ্ছে, তাতে কুরুচির পরিচয় পাওয়া যায়। বিশেষত সব ধর্মের লোকই আমাদের দুর্গাপুজোয় অংশ নেন। তা একরকম জাতীয় উৎসবের মতো। এই ধরনের কর অবিলম্বে তুলে নেওয়া উচিত। শেষে তিনি আবারও বলেন, আমি বিনীতভাবে কর্তৃপক্ষের কাছে আবেদন জানাই, কোনও পুজো কমিটি অথবা উৎসবের ওপরেই যেন ‘জিজিয়া’ ট্যাক্স না বসানো হয়।
Be the first to comment