“ভুল বোঝাবুঝি হয়েছিল, এখন তা অতীত” বললেন চামলিং। “দুই রাজ্য একসঙ্গে কাজ করবে” বললেন মমতা

Spread the love

“দুই রাজ্যের উন্নয়নে আমরা একসঙ্গে কাজ করব। সিকিম দার্জিলিং পাশাপাশি রাজ্য। এক সঙ্গে কাজ করলে দুই রাজ্যই ভাল থাকবে। সিকিম ভাল থাকলে বাংলাও ভাল থাকবে। আবার বাংলা ভাল থাকলে সিকিমও ভাল থাকবে। আগে যা হয়েছিল সিকিমের সঙ্গে তা অতীত” শুক্রবার, শিলিগুড়িতে উত্তরকন্যায় সিকিমের মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিং-এর সঙ্গে বৈঠকের পর বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে জানান, “পরবর্তী শিল্প সম্মেলনে সিকিমকে আমন্ত্রণ জানানো হবে। ভুল বোঝাবুঝি মিটে গেছে। এখন আমরা একসঙ্গে হয়ে কাজ করব।” এদিন বৈঠক শেষে সিকিমের মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলনে একথা জানান।
সব মিলিয়ে মমতা-চামলিং-এর এদিনের বৈঠক ইতিবাচক হয়েছে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। ফলত দুই রাজ্যের সম্পর্ক আগামীদিনে মজবুত হবে। এদিন বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সিকিমে যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন চামলিং। পাশাপাশি, দুই রাজ্যের ট্রান্সপোর্টে যা সমস্যা ছিল তা আজকের এই বৈঠকের পর মিটে যাবে বলে আশাবাদী দুই রাজ্যের মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, এই প্রথমবার সিকিমের কোনো মুখ্যমন্ত্রীর সঙ্গে এ রাজ্যের মুখ্যমন্ত্রী বৈঠক করলেন।

রিপোর্টার – রফিকুল জামাদার

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*