সপ্তদশ লোকসভা নির্বাচন শেষ হওয়ার ২৪ ঘণ্টাও কাটেনি, তারই মধ্যে রাজ্যে আসছেন চন্দ্রবাবু নাইডু। সোমবার দুপুর ৩টে নাগাদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে দু’জনের বৈঠক হওয়ার কথা রয়েছে। সূত্রের খবর, বৈঠকে ইউনাইটেড ইন্ডিয়া নিয়ে একপ্রস্থ আলোচনা সারতে পারেন তাঁরা। এদিকে, আজ রাজ্যে আসার আগে টিডিপি সুপ্রিমো বলেন, দলের জয় নিয়ে আমি ১০০০ শতাংশ নিশ্চিত। নির্বাচনে জেতা নিয়ে আমার ০.১ শতাংশও সংশয় নেই।
সূত্রের খবর, নির্বাচনে যদি আঞ্চলিক দলগুলি ভালো ফল করে, সেই অবস্থায় প্রধানমন্ত্রী কে হবেন, আজকের বৈঠকে তা নিয়ে আলোচনা হতে পারে। তাই, মমতা-চন্দ্রবাবুর আজকের বৈঠক রাজনৈতিকভাবে খুবই তাৎপর্যপূর্ণ।
Be the first to comment