সামনেই লোকসভা নির্বাচন। ভোটের আগে অকংগ্রেসী ও অবিজেপি জোটের জল্পনাকে বাড়িয়ে সোমাবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবান্নে বৈঠক তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের। বেলা সওয়া তিনটে থেকে দু’ঘণ্টা বৈঠকের জন্য নির্ধারিত রয়েছে।
বৈঠক শেষে কালীঘাট মন্দিরে যাওয়ার কথা রয়েছে চন্দ্রশেখর রাওয়ের। সদ্য তেলেঙ্গানার নির্বাচনে বিপুল ভোটে জিতে ফের ক্ষমতায় ফিরেছেন তিনি। মুখ্যমন্ত্রী পদে আসীন হওয়ার পরে এদিন মমতার সঙ্গে প্রথম সাক্ষাৎ তাঁর।
প্রসঙ্গত মমতার সঙ্গে দেখা করার আগে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সঙ্গে ভুবনেশ্বরে দেখা করেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী। ২৫ ডিসেম্বর অর্থাত্ আগামিকাল দিল্লি যাচ্ছেন কেসিআর ৷ দেখা করবেন, বহুজন সমাজ পার্টি সুপ্রিমো মায়াবতী, সমাজবাদী পার্টি সভাপতি অখিলেশ যাদবের সঙ্গে।
Be the first to comment