সবাই ভেবেছিলেন মেদিনীপুরের সভা থেকে শুভেন্দু অধিকারীকে নিয়ে তিনি হয়তো কিছু বলবেন। এমনই মনে করেছিল রাজনৈতিক মহল। কিন্তু, না। তিনি কিছু বললেন না। শুভেন্দু অধিকারী বা তাঁর সঙ্গে তৃণমূলের দ্বন্দ্ব নিয়ে কোনও কথাই বললেন না তৃণমূল নেত্রী। এমনকী আকারে ইঙ্গিতেও কোনও বার্তা দিতে দেখা গেল না সুপ্রিমোকে ৷ উলটে সেই সভা থেকেই ছত্রধর মাহাতর প্রশংসা শোনা গেল তাঁর মুখে ৷ যা জঙ্গলমহলের রাজনীতিতে অন্য় সমীকরণের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল ৷
তৃণমূলের সঙ্গে শুভেন্দুর দূরত্ব এতটাই বেড়েছে যে কয়েকদিন আগে কলকাতায় অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, সৌগত রায় এবং প্রশান্ত কিশোরের বৈঠকের পরেও শুভেন্দুর সঙ্গে তৃণমূলের পরিস্থিতি স্বাভাবিক হয়নি ৷ তারপর মেদিনীপুরে শুভেন্দুর গড়ে সভা করতে এসে তৃণমূল নেত্রী যে কিছু বার্তা দেবেন তেমনটাই মনে করা হয়েছিল ৷
তবে, শুভেন্দু প্রসঙ্গের ধারেকাছেও ঘেঁষলেন না তিনি ৷ এমনকী কয়েকদিন আগেই তৃণমূল ভবনে দলীয় বৈঠকে নাম না করে শুভেন্দুকে দল ছাড়ার বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ সেখানে আজকের সভায় কৃষি আইনের পাশাপাশি, মূল্য়বৃদ্ধি, বিজেপি, এমনকী সিপিএম ও কংগ্রেসের প্রসঙ্গ আনলেও শুভেন্দু অধিকারী বা তাঁর কাজকর্ম নিয়ে একটা কথাও খরচ করলেন না মমতা ৷
তবে, এখানেই চমক দিয়েছেন তৃণমূল নেত্রী ৷ সভায় ভাষণ দিতে উঠে শুরুতেই ছত্রধর মাহাতর প্রশংসায় পঞ্চমুখ ছিলেন তিনি ৷ ছত্রধর মাহাতকে তাঁর এবং তৃণমূলের “চিরদিনের বন্ধু” বলে উল্লেখ করেন মমতা ৷ এমনকী ছত্রধর জেলে যাওয়ার আগেও তৃণমূলের সদস্য় ছিলেন বলে এদিন উল্লেখ করেন ৷ জঙ্গলমহলে আন্দোলনের সময় ছত্রধরের ভূমিকার প্রশংসা করেন মমতা ৷ আর এতেই রাজনৈতিক মহলে গুঞ্জন, তবে কি জঙ্গলমহলে তৃণমূলের নতুন সমীকরণ তৈরি করছেন নেত্রী?
Be the first to comment