কলেজে তোলাবাজির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী

Spread the love

কলেজে কলেজে তোলাবাজির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভর্তি নিয়ে কলেজে কলেজে দলের ছাত্র সংগঠনের তোলাবাজির অভিযোগ উঠছে। তাতে অত্যন্ত ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। টাকা নিয়ে কলেজে ভর্তির কোনওমতেই বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন তিনি। ভর্তি হওয়ার সময় বাধা পেলে সঙ্গে সঙ্গে পুলিসকে তা জানানোর অনুরোধ জানিয়েছেন তিনি। টাকা নিয়ে ভর্তি অথবা ভর্তিতে বাধা দেওয়া সংক্রান্ত কোনও অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে কড়া পদক্ষেপ করতে বলেছেন তিনি। শুক্রবার শ্রীশচন্দ্র কলেজে টাকার বিনিময়ে ভর্তি করার জন্য রীতেশ জয়সওয়াল এবং লালসাহেব গুপ্তা পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। তারা তৃণমূল ছাত্র পরিষদের সদস্য। এর আগে তৃণমূলের কোর কমিটির বৈঠকে ছাত্র নেতাদের সতর্ক করে তিনি বলেছিলেন, চাঁদা তোলা কেবল ছাত্র সংগঠনের কাজ নয়। তাদের কর্তব্য, ছাত্রছাত্রীদের সহযোগিতা করা। ‌

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*