কেউ কেউ টাকার কাছে নিজেকে বিকিয়ে দিয়েছেনঃ মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

ছবি ও ভিডিও সৌজন্যে- (মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক)

লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থীর পরাজয়ের পর এই প্রথমবার কোচবিহার সফরে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানে কর্মীসভার মঞ্চ থেকে দলের নেতাদের কার্যত হুঁশিয়ারি দেন তৃণমূল নেত্রী। মমতা বুঝিয়ে দিলেন কর্মীরাই দলের একমাত্র সম্পদ। বলেন, “কোনও গ্রুপ নেই। একটাই গ্রুপ তৃণমূল কংগ্রেস। নির্বাচনে দলের হারের কারণ নিয়ে কটাক্ষ করে দলের সবাইকে একসঙ্গে চলার পরামর্শ দিলেন মমতা।

এদিন দলীয় নেতাদের একাংশের উদ্দেশে নেত্রীর বক্তব্য, তোমরা ভাষণ দেবে আর পার্টি বিষ গিলবে, এটা হবে না। পার্টি কারও জন্য বিষ গিলবে না। আমার দল খুব রাফ অ্যান্ড টাফ। সোমবার রাসমেলা উপলক্ষ্যে কোচবিহার আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাসমেলায় যোগ দেওয়ার আগে স্থানীয় নেতাজি ইনডোর স্টেডিয়াম কর্মীসভা করেন। সভায় মমতা বলেন, আমাদের MLA, MP, কমিশনার, কাউন্সিলর, জেলা পরিষদে যারা আছেন, তারা সবাই এখন একসঙ্গে কাজ করছেন। এই কাজটা যদি ছ’মাস আগে করতেন, তাহলে বিজেপির গুন্ডারা আপনাদের সিট নিতে পারত না। এটা আমি বিশ্বাস করি। আমি এখনও বলি তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর নির্ভর করে চলবে। বড়, ছোটো কোনও জায়গা ভাবার দরকার নেই। আমরা সবাই সমান, এটা ভাবুন।

এদিন তৃণমূল নেত্রী আরও বলেন, কোচবিহারে আমরা হেরে গেছি। আমি ভাবতে রাজি নই যে, গুন্ডাদের কাছে হেরেছি। এটা মাথায় রাখবেন, মানুষ রুখে দাঁড়ালে গুন্ডারা পালিয়ে যায়। আমার মা বোনেরা হাতা খুন্তি দিয়ে রান্না করেন। কিন্তু তাঁদের দিকে কেউ তেড়ে এলে কীভাবে জবাব দিতে হয় সেটা ওরা জানেন। মনে রাখবেন খুব কষ্ট করে রাজনীতি করি। তখন সংগ্রাম করেছি। মার খেতে খেতে আমার শরীর শেষ হয়ে গেছে। এদিনের সভায় রাজ্যের প্রকল্পের তালিকা তুলে ধরে মমতা বলেন, একটি রাজ্য দেখান যেখানে বিনা পয়সায় চিকিৎসা, বিনা পয়সায় শিক্ষা, ২ টাকায় চাল পাওয়া যায়। স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, যুবশ্রী, সবুজশ্রী থেকে শুরু করে কী বাকি আছে বলুন?

তাঁর দলের প্রতি মানুষের বিশ্বাস হারানো নিয়েও সরব হন তৃণমূল নেত্রী। বলেন, কেউ কেউ টাকার কাছে নিজেকে বিকিয়ে দিয়েছেন। বিজেপিকে আক্রমণ করে মমতার বক্তব্য, আপনারা ভাবতে পারেননি কীভাবে রাতের অন্ধকারে টাকা বিলি করে অপারেশন করেছে এরা। বর্ডার দিয়ে টাকা বিলি হয়েছে। কেন্দ্রীয় বাহিনী দিয়েও এই কাজ করানো হয়েছে। দেখুন কীভাবে এয়ার ইন্ডিয়া, BSNL সহ নানা রাষ্ট্রায়ত্ব সংস্থাগুলিকে বিক্রি করে দিচ্ছে কেন্দ্রীয় সরকার।

পাশাপাশি এদিন এনআরসি ইস্যুতেও সরব হন মমতা। বলেন, অসমে ১২ লাখ হিন্দুকে ক্যাম্পে পাঠানো হয়েছে। যদি কাউকে এনআরসি-এর বলি হতে না হয়, যদি বাংলা থেকে কাউকে বিদায় নিতে না হয়, তাহলে স্বপ্ন দেখতে শিখতে হবে। তাই এনআরসির বিরুদ্ধে রুখে দাঁড়াতে সবাইকে একজোট হতে হবে।

এদিন কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়?

শুনুন!

https://www.facebook.com/MamataBanerjeeOfficial/videos/541981683268003/?t=0


এদিন দলীয় কর্মীসভার পাশাপাশি কোচবিহারে ঐতিহ্যশালী মদন মোহন মন্দির পরিদর্শন এবং কোচবিহার রাসমেলা ময়দানে রাস উৎসবে যোগদান করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

দেখুন!

https://www.facebook.com/MamataBanerjeeOfficial/posts/2823970774336912
https://www.facebook.com/MamataBanerjeeOfficial/videos/555801825154073/?t=0
https://www.facebook.com/MamataBanerjeeOfficial/videos/409674143276369/?t=0

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*