মঙ্গলবার তৃতীয় দফার ভোট, আর তার আগে বিজেপিকে উদ্দেশ্য করে আক্রমণের সুর আরও বাড়ালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার হুগলির চুঁচুড়ায় সভা করতে গিয়ে তৃণমূল নেত্রী সরাসরি ক্ষমা চেয়েও নিলেন নিজের দলের ভুল-ভ্রান্তির জন্য। তিনি বলেন, ‘যদি কেউ আমাদের ভুল বুঝে থাকেন, তাহলে আমি ক্ষমা চাইছি। এখানে আমার দুই প্রার্থী, দুই তপনও আর কোনও অন্যায় করবে না। আমি ওদের হয়ে কথা দিচ্ছি। আমাদের দলে দু-একটা লোক ছিল, পালিয়ে যাচ্ছে। আসলে ওরা গদ্দার, তাই পালিয়ে যাচ্ছে।’
এরপরই চুঁচুড়ার বিজেপি প্রার্থী তথা সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে আক্রমণ শানিয়ে তিনি বলেন, ‘এখান থেকে লোকসভায় বিজেপি প্রার্থীকে জিতিয়েছিলেন। কিন্তু জিতে গিয়ে তিনি ঘুরে বেড়াচ্ছেন। এখানকার প্রার্থী তো লকেট নয়, সারদার গলার লকেট। মাথায় রাখবেন, বাংলার মেরুদণ্ড ভাঙার ক্ষমতা মোদী-শাহের নেই।’
এরপরই বাঙালি-গুজরাতি প্রসঙ্গ টেনে এনে ‘বহিরাগত’ ইস্যুকেই হাতিয়ার করেন মমতা। মোদি-শাহ জুটিকে রীতিমতো তুলোধনা করে বলেন, ‘গুজরাতিরা বাংলা শাসন করবে না, আমরা, বাঙালিরাই করব।’ এরপরই বিজেপি বাংলার নির্বাচন বন্ধ করে দিতে পারে, সেই আশঙ্কাও উঠে আসে মমতার গলায়।
প্রশ্ন তোলেন, ‘কেন ৮টি দফায় নির্বাচন করা হচ্ছে বাংলায়? ২ দফাতেই নির্বাচন হয়ে যেত। কী চায় বিজেপি? কিন্তু ওদের কোন চালাকি বাংলায় চলবে না। কোভিড হয়েছে বলে এখন নির্বাচন বন্ধ করতে চাইবে বিজেপি। কিন্তু এই চালাকি চলবে না, নির্বাচন যখন শুরু হয়েছে, তখন শেষ করতে হবে।’
তৃণমূল নেত্রীর নিশানায় এদিন ছিল দলবদলের প্রসঙ্গও। তৃণমূলকে ভাঙিয়ে নিজেদের প্রার্থী করার জন্য তোপ দেগেছেন মোদি, অমিত শাহদের দিকে। তৃণমূল নেত্রীর কথায়, ‘বিজেপি একটা চোরেদের পার্টি। বাবুল সুপ্রিয়, লকেটের বিরুদ্ধে কোনও মামলা হয় না। লকেট আসলে সারদার গলার লকেট। বিজেপি যদি এতই ভাল দল হয়, তাহলে এখানকার স্থানীয় প্রার্থী খুঁজে পেল না কেন? বিজেপির তো নিজেদের কোনও প্রার্থীই নেই। বিনা পয়সার চাল ফোটাবেন ৯০০ টাকার গ্যাস দিয়ে? ওদের ভাল করে ফুটিয়ে দিন।’
Be the first to comment