বাংলায় করোনায় মৃত্যুহার কমে ২ শতাংশঃ মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

করোনা মোকাবিলায় প্রয়োজনীয় সবরকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার। সেই তৎপরতার জেরে পশ্চিমবঙ্গে করোনায় মৃত্যুর হার কমেছে। সোমবার নবান্নে একথাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে করোনায় মৃত্যুহার কমে হয়েছে ২ শতাংশ।

করোনা আবহেও রাজনৈতিক সংঘাত জারি। সোমবার ফের করোনা নিয়ে বিরোধীদের একহাত নিলেন মুখ্যমন্ত্রী। সংকটের দিনেও কেউ কেউ রাজনীতি করছেন বলে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, করোনা সংকটের মধ্যেও অনেকে রাজনৈতিক সংঘাতে যাচ্ছেন। সেই রাজনৈতিক সংঘাত থামাতে গিয়ে পুলিশকর্মীরাও করোনা আক্রান্ত হচ্ছেন।

করোনা আবহে মহামারী আইন জারি রয়েছে রাজ্যেও। মহারামারী আইনকে কাজে লাগিয়েই রাজনৈতিক কর্মকাণ্ডে নিয়ন্ত্রণ আনা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।

কোভিড যুদ্ধে পুলিশের ভূমিকাকে কুর্নিশ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই পরিস্থিতিতেও অনেকে পুলিশকর্মীদের কাঠগড়ায় তুলছেন বলে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘দু’একটি অনভিপ্রেত বিচ্ছিন্ন ঘটনাতেও পুলিশকে কাঠগড়ায় তোলা হচ্ছে, এটা অনুচিত।’

করোনা মোকাবিলায় রাজ্য সরকার একাধিক প্রয়োজনীয় পদক্ষেপ করছে বলে এদিন সাংবাদিক বৈঠকে আবারও জানান মুখ্যমন্ত্রী। তাঁর মতে, ‘‘কর্ড ব্লাড ব্যাঙ্ক নিয়ে গবেষণা চালাতে হবে। মুমূর্ষ রোগীকে বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে কর্ড ব্লাড ব্যাঙ্ক।’’

এছাড়াও রাজ্যের হাসপাতালগুলিতে কোভিড পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম চালু হচ্ছে। নবান্নে এদিন মুখ্যসচিব রাজীব সিনহা জানিয়েছেন, ৩ হাসপাতালে চালু হচ্ছে কোভিড পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম।

৭ দিনের মধ্যে ৮৪ হাসপাতালেই কোভিড পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম চালু করবে রাজ্য সরকার। রাজ্যে এই মুহুর্তে ১১,৭৭৫ কোভিড বেড রয়েছে। সব বেডেই অক্সিজেনের ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছেন মুখ্যসচিব।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*