ফেডেরাল ফ্রন্ট নিয়ে কথা বলতে দিল্লি গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

ফেডেরাল ফ্রন্ট নিয়ে কথা বলতে সোমবারই দিল্লি গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি–‌বিরোধী দলগুলির সঙ্গে সেখানে তাঁর কথা হবে। ইতিমধ্যে ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লার সঙ্গে আলোচনা হয়েছে মমতার। আর মঙ্গলবার বিজেপির বিক্ষুব্ধ নেতা রাম জেঠমালানির বাসভবনে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই অরুণ শৌরি ও শত্রুঘ্ন সিনহা উপস্থিত থাকবেন বলে খবর। ফেডেরাল ফ্রন্টের বিষয়ে তাঁদের সঙ্গে আলোচনায় বসবেন মমতা। এছাড়াও জানা গিয়েছে সোনিয়া গান্ধী অসুস্থ, তাই তাঁকে দেখতে যাওয়ার কথা রয়েছে বাংলার মুখ্যমন্ত্রীর।

এদিকে বুধবার সংসদে যাবেন মুখ্যমন্ত্রী। সংসদে নিজেদের দলীয় কার্যালয়ে বসার পাশাপাশি ফেডেরাল ফ্রন্টে অংশগ্রহণকারী বিরোধী দলের বিশিষ্ট নেতা মন্ত্রীদের সঙ্গে আলোচনায় বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি থেকে মমতার ফেরার কথা বৃহস্পতিবার। তার ফাঁকে তিনি কনস্টিটিউশন ক্লাবে এক আলোচনাসভায় যোগ দেবেন। এই সফরে তাঁর দিল্লির সেন্ট স্টিফেন্স কলেজে বক্তৃতা করার কথা ছিল। কিন্তু শেষবেলায় মমতার কর্মসূচি বাতিল হওয়ার পেছনে বিজেপি–আরএসএসের ষড়যন্ত্র দেখছে তৃণমূল। এর আগে তাঁর চিন, শিকাগো সফরও বাতিল হয়েছিল একেবারে শেষমুহূর্তে।

তবে মুখ্যমন্ত্রীর এই দিল্লি সফর ঘিরে রাজনৈতিক মহলের ক্রমশই যে পারদ চড়ছে তা আর বলার অপেক্ষা রাখে না।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*