যন্তর মন্তরে ধর্নায় যোগ দিতে আজই দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

আবারও ধর্নায় বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব ঘোষণা মতো এবার রাজধানী দিল্লিতে জাতীয় স্তরের বিরোধী নেতাদের সঙ্গে নিয়ে ধর্না কর্মসূচি পালন করবেন বাংলার মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে মঙ্গলবারই দিল্লি পাড়ি দিচ্ছেন তৃণমূলন নেত্রী। কেন্দ্র তথা মোদী সরকারের বিরুদ্ধে সোচ্চার হতেই এই ধর্না কর্মসূচির ডাক দিয়েছেন মমতা। গণতন্ত্র, সংবিধান, যুক্তরাষ্ট্রীয় কাঠামো ও দেশকে রক্ষা করতেই এই কর্মসূচি। এদিকে দিল্লি সফরে গিয়ে বুধবার সকালে সংসদে যেতে পারেন মুখ্যমন্ত্রী। আগামী বৃহস্পতিবার কলকাতায় ফেরার কথা মমতার।

উল্লেখ্য, গত সপ্তাহেই কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআই হানার প্রতিবাদে কলকাতার মেট্রো চ্যানেলে তিনদিনের ধর্নায় বসেছিলেন মমতা। আগামী ১৩ ও ১৪ ফেব্রুয়ারি দিল্লিতে মোদী সরকারের বিরুদ্ধে ফের ধর্নায় বসবেন বলে তখনই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বুধবার দিল্লির যন্তর মন্তরে মমতার ধর্নায় জাতীয় স্তরের বিরোধী নেতাদের একসঙ্গে দেখা যেতে পারে। লোকসভা ভোটের আগে বিরোধীদের মহাজোটের ক্ষেত্রে যা যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

দিল্লির যন্তর মন্তরের ধর্না মঞ্চ থেকে বিজেপি বিরোধী নেতাদের মধ্যে মমতার ধর্না কর্মসূচিতে যোগ দিতে পারেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। থাকবেন কংগ্রেস, এনসিপি, টিডিপি, ডিএমকে, সমাজবাদী পার্টি, বসপার প্রতিনিধিরাও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*