মমতার শপথগ্রহণ অনুষ্ঠান বিধানসভাতেই, রাজ্যের প্রস্তাবে অনুমোদন রাজভবনের

Spread the love

শেষ পর্যন্ত রাজ্যের প্রস্তাবেই অনুমোদন দিল রাজভবন। বিধানসভাতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথগ্রহণ অনুষ্ঠানে রাজি রাজ্যপাল জগদীপ ধনখড়। আগামী ৭ অক্টোবর, বৃহস্পতিবার বিধায়ক হিসেবে শপথ নেবেন ভবানীপুরের বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বৃহস্পতিবার বিধানসভায় সকাল ১১টা বেজে ৪৫ মিনিট নাগাদ শপথ নেবেন তিনি। তাঁর সঙ্গেই শপথ নেবেন জঙ্গিপুর ও সামশেরগঞ্জের বিজয়ী তৃণমূল বিধায়ক যথাক্রমে জাকির হোসেন এবং আমিরুল ইসলাম। তাঁদের শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল। নিজেই টুই করে এ কথা জানিয়েছেন জগদীপ ধনখড়।

রাজ্যের তিন কেন্দ্রের নির্বাচনের ফল বেরিয়েছে রবিবার। ফলপ্রকাশের পর শপথ নেওয়া নিয়ে জটিলতা দেখা দিয়েছিল ৷ কবে বিধায়ক হিসাবে শপথ নেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? তবে মঙ্গলবার বিকেলেই সংশয় কাটান রাজ্যপাল ৷ বৃহস্পতিবারই শপথ নিতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এদিন রাজ্যপাল তাতেই সম্মতি দেন ৷ মহালয়ার পরের দিন অর্থাৎ ৭ অক্টোবর মমতাকে শপথবাক্য পাঠ করাবেন জগদীপ ধনকড় ৷

https://twitter.com/jdhankhar1/status/1445343918040649730

প্রসঙ্গত, মমতার শপথ কোথায় হবে, রাজভবন না বিধানসভা তা নিয়েও দেখা দিয়েছিল জটিলতা ৷ রাজভবনে মমতার শপথের অনুষ্ঠান হলে সেখানে উপস্থিত নাও থাকতে পারেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ৷ কিন্তু রাজ্যপালের টুইটে সেই জল্পনার অবসান হয়। বিধানসভাতে মমতা-সহ অন্য দুই বিধায়ককেও শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*