রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে রাজ্য সরকারের সংঘাত থামার কোনও নামগন্ধ নেই। বিধানসভার অধিবেশন ডাকা নিয়ে রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের নতুন করে সংঘাত প্রকাশ্যে এসেছে। বিধানসভা অধিবেশনের সুপারিশ চেয়ে যে ফাইল পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় রাজ্যপালের কাছে পাঠিয়েছিলেন, তা সম্প্রতি প্রত্যাখ্যান করে ফেরত পাঠিয়েছেন জগদীপ ধনকড় ৷ মন্ত্রিসভার অনুমতি ছাড়াই ফাইল পাশ হওয়ায় একে ‘সংবিধান পরিপন্থী’ আখ্যা দিয়েছেন রাজ্যপাল ৷
যদিও এ নিয়ে সংঘাত আর বাড়াতে রাজি নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সোমবার নবান্নে সাংবাদিক সম্মেলনে ঘটনায় বিরক্তি প্রকাশ করলেও মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, মন্ত্রিসভায় ওই ফাইল পাস করিয়ে পুনরায় তা রাজ্যপালের কাছে পাঠানোর পথেই হাঁটছে রাজ্য। রাজ্যের বাজেট অধিবেশন শুরু হওয়ার কথা শীঘ্রই। তার আগে রাজ্যপাল টুইট করে বাজেট অধিবেশনে স্থগিতাদেশ জারি করেছেন। এবার ফেরত পাঠালেন বাজেট অধিবেশনের ফাইলও। ফলে বিধানসভা অধিবেশন নিয়ে কিন্তু রয়েই গিয়েছে।
এদিন গোটা ঘটনায় বিরক্তি প্রকাশ করে রাজ্যের প্রশাসনিক প্রধান বলেন, “মুখ্যমন্ত্রীর স্বাক্ষর থাকার অর্থই তা মন্ত্রিসভা দ্বারা গৃহীত হওয়া। তা সত্ত্বেও রাজ্যপাল বলছেন ফাইল মন্ত্রিসভায় পাস করাতে হবে। আজ তাও করা হল। এবার দেখা যাক কত দ্রুত তিনি এতে স্বাক্ষর করেন।”
প্রসঙ্গত, বিধানসভা অধিবেশনের সুপারিশ চেয়ে যে ফাইল রাজ্যপালের কাছে পাঠানো হয়েছিল তা প্রত্যাখ্যান করে রবিবার জগদীপ ধনকড় টুইটে জানান, সংবিধানের ১৬৬(৩) ধারা লঙ্ঘিত হওয়ায় ওই ফাইল তিনি ফেরত পাঠিয়েছেন ৷ মন্ত্রিসভায় এই ফাইল পাশ করানোর নিয়ম থাকলেও এক্ষেত্রে সেই নিয়ম মানা হয়নি ৷
Be the first to comment