মুখ্যমন্ত্রীকে ফের বৈঠকে বসার আহ্বান রাজ্যপালের

Spread the love

ফের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের ইচ্ছে প্রকাশ করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় । সবরকম তিক্ততা ভুলে রাজ্যের মানুষের জন্য মুখ্যমন্ত্রী-রাজ্যপাল বৈঠক যে খুব গুরুত্বপূর্ণ তাও স্পষ্ট জানিয়ে দিলেন তিনি ।

নাগরিকত্ব (সংশোধনী) আইন, ২০১৯ এবং এই বিষয়ে রাজ্যজুড়ে বিক্ষোভ, প্রতিবাদের ঘটনায় পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য গতকাল মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে রাজভবনে ডাকেন রাজ্যপাল ৷ মুখ্যমন্ত্রী সেই চিঠির পালটা চিঠি দেন । রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা ও DG বীরেন্দ্রকে ডেকে পাঠিয়েছিলেন রাজ্যপাল ৷ কিন্তু, তাঁরা কেউই রাজভভনে যাননি ৷ এই পরিস্থিতিতে ফের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের ইচ্ছে প্রকাশ করলেন রাজ্যপাল ।

আজ বিধানসভা পরিদর্শনে যান রাজ্যপাল । সেখান থেকে বেরিয়ে তিনি নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে রাজ্যজুড়ে যে বিক্ষোভ চলছে সেই প্রসঙ্গে বলেন, “বর্তমান পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর উচিত আরও বেশি সহানুভূতিশীল হওয়া । কোনওরকম চ্যালেঞ্জ নয়, কোনরকম নমনীয়-অনমনীয় হওয়ার ব্যাপার নয় । রাজ্যের মানুষের স্বার্থে সব রকম বিভেদ ভুলে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসার প্রস্তাব দিলেন তিনি । মুখ্যমন্ত্রীর নির্ধারিত দিনে, নির্ধারিত সময়ে নির্ধারিত জায়গায় বৈঠকে বসার ইঙ্গিতও দেন ।”

আজ সকাল ১০টা ৩৫ মিনিট নাগাদ অধ্যক্ষের আমন্ত্রণে বিধানসভায় যান রাজ্যপাল । অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় দেরাদুনে থাকায় বিধানসভায় তিনি ছিলেন না । যদিও তা নিয়ে রাজ্যপালের কথায় কোনও ক্ষোভ ছিল না । উলটে জানান, তিনি অপেক্ষায় আছেন কবে নবান্ন থেকে যোগাযোগ করা হবে তার সঙ্গে । খুব দ্রুত মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে চান তিনি ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*