সংঘাত ভুলে করোনা মোকাবিলায় মমতার পাশে দাঁড়ালেন রাজ্যপাল

Kolkata: Newly sworn-in West Bengal Governor Jagdeep Dhankar with Chief Minister Mamata Banerjee during a swearing-in ceremony at Raj Bhavan in Kolkata, on July 30, 2019. (Photo: IANS)
Spread the love

করোনা মোকাবিলায় রাজ্য-রাজ্যপাল সংঘাত আপাতত স্থগিত। রাজ্যপাল জগদীপ ধনকড় সাহায্যের হাত বাড়িয়ে দিলেন রাজ্যের দিকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ত্রাণ তহবিলে তিনি দান করলেন ১০ লক্ষ টাকা। আর প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে তথা পিএম কেয়ার্স ফান্ডে দান করলেন পাঁচ লক্ষ টাকা।

তবে দুই ক্ষেত্রে কেন তিনি আলাদা অঙ্কের অর্থ দান করলেন তার কোন ব্যাখ্যা মেলেনি। কিন্তু করোনার বিরুদ্ধে লড়াইতে তিনি যে পাশে রয়েছেন সরকারের তা বুঝিয়ে দিয়েছেন দুই ত্রাণ তহবিলে অর্থ সাহায্য করে।

শুক্রবার রাজভবনের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে এই বার্তা দেন রাজ্যপাল। একইসঙ্গে তিনি সাধারণ মানুষকে সামাজিক দূরত্ব বজায় রাখার বার্তা দেন। সকলকে করোনা মোকাবিলায় এগিয়ে আসার বার্তা দেন। রাজ্যের তহবিলে দান করার আর্জিও রাখেন তিনি।

উল্লেখ্য, এর আগে বহুবার রাজ্যের সঙ্গে বিভিন্ন ইস্যুতে সংঘাতে জড়িয়ে পড়েন তিনি। কিন্তু এই জরুরি অবস্থায় রাজ্যপাল সংঘাত দূরে সরিয়ে একতার বার্তা দিলেন। রাজ্যের হয়ে সওয়াল করলেন। করোনা মোকবিলায় তিনি এদিন রাজ্য ও দেশের একইসঙ্গে প্রশংসা করেন।

তিনি টুইটে জানান, রাজ্য ও কেন্দ্র যেভাবে করোনা মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে তা প্রশংসাযোগ্য। প্রধানমন্ত্রী মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উভয়েই দৃষ্টান্ত স্থাপন করেছেন করোনা মোকাবিলায়। তিনি বলেন, এই কঠিন সময়ে রাজনীতির ঊর্ধ্বে উঠে লড়াই চালাতে হবে।

https://twitter.com/jdhankhar1/status/1246030721522610177

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*