স্বাধীনতা দিবসের সকালে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার রেড রোডে জাতীয় পতাকা উত্তোলনের অনুষ্ঠান সেরেই মুখ্যমন্ত্রী সোজা চলে যান রাজভবনে। রাজ্যপালের সঙ্গে বেশ কিছুক্ষণ আলোচনা সারেন মুখ্যমন্ত্রী। রাজভবনে গেলেন মুখ্যমন্ত্রী।
শনিবার সকালে প্রথমে রডে রোডে জাতীয় পতাকা উত্তোলনের অনুষ্ঠানে হাজির হন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুষ্ঠান সেরেই সোজা চলে যান রাজভবনে। সেখানে গিয়ে বেশ খানিকক্ষণ দু’জনের বৈঠক চলে। সূত্রের খবর, রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর মধ্যে একাধিক ইস্যুতে আলোচনা হয়েছে।
স্বাধীনতা দিবসের দিন বিকেলে রাজভবনে রাজ্যপালের চা চক্রের অনুষ্ঠানে বিশিষ্টরা আমন্ত্রিত থাকেন। প্রথা অনুযায়ী এই চা চক্রের আসর হয়ে আসছে। সাধারণত সেই অনুষ্ঠানে হাজির থাকেন রাজ্যের মুখ্যমন্ত্রী।
এদিন রেড রোড থেকে সচিবদের সঙ্গে নিয়ে রাজভবনে পৌঁছান মুখ্যমন্ত্রী। সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটান। রাজভবন থেকে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “রাজভবনে বিকেলে একটা চা চক্রের অনুষ্ঠান হয়। বিকেলে আসতে পারব না। আমার সঙ্গে মুখ্যসচিব রাজীবা সিনহা, স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা, ডিজি বীরেন্দ্র ছিলেন। পাঁচজন মিলে আড্ডা মেরে গেলাম। স্বাধীনতা দিবসের শুভেচ্ছাও জানালাম।”
Be the first to comment