মমতাকে অভিনন্দন রাজ্যপালের, সোমবারই রাজভবনে বৈঠক

Spread the love

একুশের লড়াই শেষ। পরিবর্তন নয় প্রত্যাবর্তনকেই বেছে নিয়েছে বাংলার মানুষ। এই জয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার তৃণমূল সুপ্রিমোকে জয়ের জন্য অভিনন্দন জানালেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তিনি বলেন, ‘বাংলার বিধানসভা নির্বাচনে জয়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন।’ পাশাপাশি তিনি আরও বলেন, ‘আগামীকালই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন তিনি।’

সোমবার সন্ধ্যে ৭টায় রাজ্যপালের সঙ্গে রাজভবনে দেখা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে রাজ্যপালের সঙ্গে বৈঠক করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।

উল্লেখ্য, বাংলা দখলে এবার ঝাঁপিয়ে পড়েছিল বিজেপি। উনিশের লোকসভা নির্বাচনে বঙ্গে বিজেপির উত্থানের পরই ‘সোনার বাংলা’ গড়ার লক্ষ্যে পুরোদমে আসরে নামেন মোদী-শাহরা। একুশের নির্বাচনী প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম নরেন্দ্র মোদী বাগযুদ্ধে সরগরম হয়েছে বঙ্গ রাজনীতি। মোদীর ‘দিদি ও দিদি’ ডাক ঘিরেও তুমুল রাজনৈতিক চাপানউতর চলে।

অন্যদিকে, মোদীকে তীব্র ভাষায় নিশানা করেন মমতা। শেষমেশ একুশের রায়ে শেষ হাসি হেসেছেন মমতাই। এই প্রেক্ষিতে ভোটগণনার শেষলগ্নে টুইটারে মমতাকে মোদীর জয়ের অভিনন্দন অন্য মাত্রা এনে দিল বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে, মমতাকে জয়ের শুভেচ্ছা জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*