ভাষা দিবসের মঞ্চ থেকে বাংলাদেশ নিয়ে কোনোও মন্তব্য করলেন না মমতা

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে বাংলাদেশ নিয়ে কোনও মন্তব্য করতে চাইলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার দেশপ্রিয় পার্কে, রাজ্য সরকার আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপনের কর্মসূচিতে মমতা জানান, তিনি শুধুমাত্র নিজের দেশের কথাই বলতে চান।

এদিন শুধু মমতা বলেন, ‘অন্য কোনও দেশ নিয়ে আমি কিছু বলব না। আমি আমাদের দেশ নিয়ে বলব। তবে এই দিনটা আমরা পালন করব না, এটা হতে পারে না। কোনও দেশ সম্পর্কে আমাদের কোনও কথা বলা উচিত নয়। এই কারণে আমরা আমাদের দেশ সম্পর্কে বলব। বাংলার মাটি সোনার মাটি। বাংলা ভাষা কারও একার নয়। সারা পৃথিবীতে বাংলা ভাষার স্থান পঞ্চম এশিয়াতে বাংলা দ্বিতীয় বৃহত্তম ভাষা। বাংলা ভাষার গুরুত্ব চিরকাল ছিল, আছে এবং থাকবে।”
তবে এই সঙ্গেই রাজ্যে বাংলা ছাড়াও আরও অনেক ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে বলেও জানান তিনি। ভাষা কারোর কেনা নয়। যে যে ভাষায় কথা বলেন সেটাই তাঁর মাতৃভাষা। নিজের মাতৃভাষা নিয়ে সবারই সেন্টিমেন্ট আছে। এই আবেগকে আমরা শ্রদ্ধা করি।’ এদিন মমতা জানান তাঁর সরকার কুরমালি, রাজবংশী, কামতাপুরী, অলচিকি সহ নানা ভাষাকে স্বীকৃতি দিয়েছে।
উল্লেখ্য, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা ভাষার স্বীকৃতির দাবিতে যে আন্দলোন হয় তাতে মৃত্যু হয় ৫ জনের। সেই দিনটিকে স্মরণ করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। কিন্তু এবারের বাংলাদেশে দিনটি কোনও রকমে প্রাণহীন ভাবে পালন করা হয়। ঢাকা শহিদ মিনারে রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন থাকার সময়ে সেখানে ছিলেন না অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। এই নিয়ে শুরু হয়েছে নতুন করে বিতর্ক।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*