দিঘায় পৌঁছে জনসংযোগ মমতার, কচিকাঁচাদের দিলেন চকোলেটও

Spread the love

ভিডিও সৌজন্যে- (কলকাতা টিভির ফেসবুক পেজ)

হাওড়ার প্রশাসনিক বৈঠকের পর সোমবার তিন দিনের সফরে দিঘায় পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের উদ্বোধন করবেন তিনি। বুধবার করবেন প্রশাসনিক বৈঠক। আজ হাওড়ায় প্রশাসনিক বৈঠক শেষ করেই বিকেলে দিঘা যান মুখ্যমন্ত্রী। আর সেখানে পৌঁছে নিজেই নেমে পড়েন জনসংযোগের কাজে। স্থানীয় পদিমা ২ নম্বর পঞ্চায়েতের মৈত্রাপুর গ্রামে গিয়ে করেন জনতার দরবার। শোনেন মৎস্যজীবীদের অভাব-অভিযোগের কথাও। বার্তা দেন সব ধরনের উন্নয়ন করার।

এদিন স্থানীয় পঞ্চায়েত সদস্য শুভেন্দু সিংয়ের বাড়িতে বসে জনদরবার করেন তিনি। আধঘণ্টা সময় ধরে কথা বলেন মৎস্যজীবীদের সঙ্গে। তাঁদের অভাব-অভিযোগের কথা শুনে সব ধরনের উন্নয়নের বার্তা দিয়ে আশ্বস্তও করেন মমতা। মুখ্যমন্ত্রীর এমন আচমকা আগমনে খুশি মৎস্যজীবীরাও। মুখ্যমন্ত্রীর সঙ্গে আজ উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী, সাংসদ শিশির অধিকারী, দিব্যেন্দু অধিকারী এবং বিধায়ক অখিল গিরি সহ প্রশাসনিক কর্তারা।

তবে শুধু অভাব-অভিযোগ শোনাই নয়, এদিন কার্যত স্থানীয়দের ভিড়ে মিশে যান মুখ্যমন্ত্রী। চকোলেট বিতরণ করেন স্থানীয় কচিকাঁচাদের মধ্যে।

https://www.facebook.com/385400298610810/posts/696972470786923/

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*