চায়ের দোকানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বুধবার দিঘার দত্তপুরে একটি চায়ের দোকানে নিজে হাতে চা বানালেন তিনি ৷ শিখিয়ে দিলেন কীভাবে চা বানাতে হয়? কতটা চা ফোটাতে হয় ৷ এদিকে দলনেত্রীর হাতে চা খেয়ে আপ্লুত সাংসদ শিশির অধিকারি, মন্ত্রী শুভেন্দু অধিকারি, মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ৷ মুখ্যমন্ত্রী বলেন, কখনো জীবনের ছোট ছোট মুহূর্ত আমাদের বিশেষ আনন্দ দেয়। চা বানিয়ে খাওয়ানো তারমধ্যে একটা।
সবশেষে মমতা বললেন, আমি আগেও চায়ের দোকানে বসতাম ৷ এখান থেকেই তো মানুষের সব কথা শোনা যায় , মানুষের কাছে পৌঁছানো যায় ৷
দেখুন!
পাশাপাশি এদিন দিঘার দত্তপুর গ্রামের সাধারন মানুষের সঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী।
দেখুন!
Be the first to comment