রাজ্যের নাম পরিবর্তিত হয়ে বাংলা হওয়ার মাঝে দিলীপ ঘোষের করা প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গেল গরু প্রসঙ্গ ৷ বাংলায় মাছ চাষ নিয়ে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের পরামর্শের উত্তর দিতে গিয়ে মুখ্যমন্ত্রী তাকেই একটি গরু উপহার দেওয়ার কথা বলেন ৷
এদিন বিধানসভা প্রশ্নোত্তর পর্বে রাজ্যের মাছ চাষ নিয়ে প্রশ্নের জবাব দিচ্ছিলেন মৎস্যমন্ত্রী ৷ এর মধ্যেই নিজের আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘মাছচাষে বাংলা ভাল কাজ করলেও তা অন্ধ্রের তুলনায় কিছু নয় ৷ গত এক বছরে রফতানি প্রচুর বাড়িয়েছে অন্ধ্রপ্রদেশ ৷ কিন্তু বাংলা ততটা এগোয়নি ৷ অন্ধ্রপ্রদেশ প্রায় ১৩৩ শতাংশ উন্নতি করেছে ৷’ একইসঙ্গে তাঁর পরামর্শ ছিল, রাজ্যের মৎস্য আধিকারিকদের উচিত অন্ধ্রপ্রদেশ কিভাবে মাছ চাষ করছে তা দেখে আসা ৷
দিলীপ ঘোষের প্রশ্ন শেষ হতে না হতেই নিজের আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে স্বয়ং মুখ্যমন্ত্রী এর জবাব দেন ৷ তিনি বলেন, ‘বাংলাকে আগে জানুন, তারপর বলবেন ৷ অন্ধ্রে মাছ উৎপাদন হলেও সেখানকার মানুষ মাছ খান না ৷ তাই রফতানির জন্য ওদের কাছে অনেক উদ্বৃত্ত মাছ থাকে ৷ কিন্তু বাংলার মানুষের প্রধান খাদ্যই মাছ-ভাত ৷ তাই উৎপাদিত মাছ বাংলার মানুষের কাজেই লাগে ৷ তাই এখানে রফতানির পরিমাণ কম ৷’ এখানেই শেষ নয় ৷ রাজ্য বিজেপি সভাপতিকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আপনারা তো মাছ-মাংস খান না আর উপহারে গরু দেন ৷ প্রধানমন্ত্রী তো উগান্ডায় গিয়েও গরু উপহার দিচ্ছেন ৷ এবার তো আমাদেরও গরু দান করতে হবে ৷ বিয়েবাড়িতে গরু দান করতে হবে ৷ ভাবছি প্রথমে আপনাকেই একটি গরু দান করব ৷’ মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে হাসির রোল ওঠে বিধানসভায় ৷
পরে বিধানসভা থেকে বেরিয়ে সাংবাদিকদের সামনে মুখ্যমন্ত্রীর গরু মন্তব্যে দিলীপ ঘোষ বলেন, ‘মুখ্যমন্ত্রী আমাকে গরু দান করবেন ৷ তাতে ভালই হবে, মুখ্যমন্ত্রীর পূণ্য হবে ৷’
Be the first to comment