দিলীপ ঘোষের ‘গুলি’ মন্তব্যে এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের ধর্ণা মঞ্চ থেকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে তোপ দাগলেন মমতা। বললেন, ‘আপনার নাম বলতে লজ্জা করে।’
ধর্মতলায় তৃণমূলের ধরনা মঞ্চ থেকে মমতা বলেন, ‘আপনি বলছেন গুলি চালাতে। এটাই তো চাইছো। কিছু হলে তোমাদের দায়িত্ব নিতে হবে না।’ এদিন ফের বাম-কংগ্রেসকে নিশানা করেন তৃণমূল নেত্রী। বিজেপি সঙ্গে তাদের কোনও পার্থক্য নেই বলেও উল্লেখ করেন তিনি।
রবিবার নদিয়ায় একটি জনসভায় নাগরিকত্ব আইন ও এনআরসি নিয়ে প্রতিবাদ করায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কেন্দ্রীয় আইনের প্রতিবাদে গত ডিসেম্বরে এরাজ্যে ব্যাপক বিক্ষোভ-আন্দোলন চলে। আন্দোলনের নামে তাণ্ডবও চলে রাজ্যের বেশ কয়েকটি এলাকায়। বাস পুড়িয়ে, ট্রেন জ্বালিয়ে বিক্ষোভ দেখান আন্দোলনকারীদের একাংশ।
দিলীপ ঘোষের অভিযোগ, রাজ্য প্রশাসনের নরম মনোভাবেই সিএএ ও এনআরসি বিরোধী আন্দোলন চূড়ান্ত পর্যায়ে গিয়েছিল। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘যারা সম্পত্তি নষ্ট করেছে তাদের উত্তরপ্রদেশের মতো গুলি করে মারা উচিত।’ দিলীপ ঘোষের এই মন্তব্যের সমালোচনায় সরব হয়েছেন বাবুল সুপ্রিয়। দিলীপ ঘোষের কড়া সমালোচনা করে টুইটে বাবুল লিখেছেন, ‘দিলীপ ঘোষ যা বলেছেন, তার সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই। তিনি যা বলেছেন, সবটাই তাঁর কল্পনাপ্রসূত।’
যদিও দিলীপ পরে বলেন, ‘যা বলেছি, পার্টির গাইডলাইন মেনেই বলেছি’। বাবুলের মন্তব্য প্রসঙ্গে সাফ জবাব বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের।
Be the first to comment