দুয়ারে সরকারে অংশ নিয়েছেন ৩ কোটি মানুষ, টুইটে উচ্ছ্বসিত মমতা

Spread the love

বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে প্রতি বছর দু’বার দুয়ারে সরকার শিবির করবে তাঁর সরকার ৷ ভোটে জিতে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর সেই প্রতিশ্রুতি রক্ষা করেছেন মমতা ৷ গত ১৬ আগস্ট থেকে ফের চালু হয়েছে দুয়ারে সরকার শিবির ৷ এবার এখনও পর্যন্ত ৩ কোটি মানুষ শিবিরে অংশগ্রহণ করেছেন ৷ বিভিন্ন সরকারি পরিষেবার সুবিধা নিয়েছেন ৷

এত মানুষকে এই শিবির থেকে সুবিধা দিতে পারায় খুশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শুক্রবার তিনি এই নিয়ে টুইট করেছেন ৷ এই সাফল্যের জন্য তিনি পশ্চিমবঙ্গ সরকারের আধিকারিকদের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ৷ পাশাপাশি শিবিরে অংশগ্রহণ করার জন্য বাংলার মানুষকেও ধন্যবাদ দিয়েছেন ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন যে, দুয়ারে সরকার শিবির চলতি বছরের ফেব্রুয়ারি মাসে প্রথমবার চালু হয় ৷ বিভিন্ন সরকারি পরিষেবা দিতে রাজ্যের বিভিন্ন এলাকায় শিবির করা হয় ৷ বাড়ির কাছের সেই শিবিরে গিয়েই মানুষ নিজেদের কাজ সেরে নিতে পেরেছেন ৷

রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, এই শিবির তৃণমূল কংগ্রেসকে ভোটের ময়দানে অনেক বেশি লাভ দিয়েছে ৷ তার উপর শাসকদলের নির্বাচনী ইস্তাহারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পও ছিল অন্যতম বড় চমক ৷ মমতা ও তাঁর দলকে ভোট দিলে মাসে ৫০০-১০০০ টাকা পাওয়া যাবে এই আশায় মহিলা ভোটব্যাঙ্ক ঘাসফুলে ছাপ দিয়েছে বলে ধারণা রাজনৈতিক মহলের ৷

মুখ্যমন্ত্রী হয়ে রাজ্যের মহিলাদের নিরাশ করেননি মমতা ৷ এবারের দুয়ারে সরকার শিবিরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদন করা যাচ্ছে ৷ শিবিরগুলিতে মূলত এই প্রকল্পে নাম লেখানোর ভিড় বেশি ছিল ৷ ফলে বলাই যায় যে, এই তিন কোটির অধিকাংশ লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন করতেই শিবিরে হাজির হয়েছিলেন ৷

এবারের দুয়ারে সরকার শিবির চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ আরও পাঁচদিন বাকি ৷ ফলে সংখ্যাটা আরও অনেক বাড়বে বলেই মনে করা হচ্ছে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*